Thank you for trying Sticky AMP!!

উৎসবের লালগালিচায় প্রিয়াম অর্চি। ছবি: প্রিয়াম অর্চির সৌজন্যে

শাড়ি পরে মস্কো উৎসবের লালগালিচায় প্রিয়াম

গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে ৪৬তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা ‘নির্বাণ’। এ উপলক্ষে পরিচালক আসিফ ইসলাম, ছবির অভিনয়শিল্পী প্রিয়াম অর্চি এখন মস্কোয়। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক বিস্তারিত।
গতকাল থেকে শুরু হয়েছে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। প্রথম দিনেই উৎসবের লালগালিচায় হেঁটেছেন নির্মাতা আসিফ ইসলাম ও অভিনেত্রী প্রিয়াম অর্চি। ছবি: প্রিয়াম অর্চির সৌজন্যে
মস্কো থেকে প্রিয়াম অর্চি প্রথম আলোকে জানান, শাড়ি পরে লালগালিচায় হাঁটা তাঁর জন্য ছিল দারুণ অভিজ্ঞতা। মস্কো এখন আবহাওয়া খুব একটা অনুকূল নয়, লালগালিচায় বেশির ভাগই হাজির হয়েছিলেন ছাতা হাতে, ভারী পোশাকে। সেখানে লাল শাড়িতে আলাদাভাবে নজর কেড়েছেন প্রিয়াম। ছবি: প্রিয়াম অর্চির সৌজন্যে

Also Read: মস্কো উৎসবের অফিশিয়াল সিলেকশনে বাংলাদেশের ‘নির্বাণ’

গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন নির্মাতা আসিফ ইসলাম। ছবি: প্রিয়াম অর্চির সৌজন্যে
সিনেমার গল্প নিয়ে উৎসবের অফিশিয়াল সাইট থেকে জানা যায়, ‘নির্বাণ’ আমাদের ভেতরে লুকিয়ে থাকা এমন একটি গল্পের কথা বলে, যেখানে আলোর কাছে পৌঁছাতে সংগ্রাম করতে হয়। অন্তর্নিহিত এই শান্তির খোঁজে প্রতিনিয়ত এক সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়। সিনেমায় আরও অভিনয় করেছেন ফাতেমা তুজ জোহরা, ইমরান মাহাথির প্রমুখ। ছবি: ফেসবুক থেকে