বিতর্ক প্রতিযোগিতা থেকে অভিনয়ে আসা এই নায়িকাকে চেনেন কি
বিনোদন ডেস্ক
স্কুলশিক্ষকদের সামনে (বাম থেকে দ্বিতীয় ) আকাশি-সাদা রঙের ইউনিফর্ম পরা কিশোরী ঢাকাই সিনেমার নায়িকা হয়েছেন; অভিনয়ের পাশাপাশি নাচ, গান ও উপস্থাপনায়ও পরিচিতি পেয়েছেনতিনি নুসরাত ফারিয়া। রেডিও জকি ও উপস্থাপক হিসেবে শুরুর পর ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় ‘আশিকী’ চলচ্চিত্র দিয়ে নায়িকা হিসেবে আবির্ভূত হন
বিজ্ঞাপন
‘ভয়’ ও ‘রকস্টার’ নামের তাঁর দুটি ছবি এখন কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তির তালিকায় রয়েছে। ২৩ সেপ্টেম্বর বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে তাঁর অভিনীত ‘অপারেশন সুন্দরবন’
বিজ্ঞাপন
‘হিরো ৪২০’, ‘বাদশা: দ্য ডন’, ‘বস টু’, ‘ধ্যাততেরিকি’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন ফারিয়া। ‘ইন্সপেক্টর নটি কে’ ও ‘বিবাহ অভিযান’ নামে কলকাতার দুটি ছবি মুক্তি পেয়েছে ২০১৮ সালে ‘পটাকা’ শিরোনামে একটি গানের মধ্য দিয়ে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন ফারিয়া। পরে ‘হাবিবি’ ও ‘আমি চাই থাকতে’ শিরোনামে আরও দুটি গানে কণ্ঠ দেন তিনিবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিতব্য ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি; সিনেমায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করছেন ফারিয়াশুটিংয়ের রোমাঞ্চকর অভিজ্ঞতা জানিয়ে ফারিয়া বলেন, প্রথম দিন থেকেই শুটিং সেটে আমাকে “হাসিনা” বলে ডাকা হতো। সেটে প্রথম প্রথম এই নামে আমাকে কেউ কেউ ডাকলেই চমকে উঠতাম। একটা পর্যায়ে আমার নাম যে ফারিয়া, সেটা যেন ভুলেই গেলাম। শুটিংয়ের পুরো দিনগুলোতে হাসিনা হয়ে গেলাম। এই নামের অনুভূতি যেমন গর্বের তেমন ভয়েরও ২০২০ সালে ২১ মার্চ রনি রিয়াদ রশীদের সঙ্গে তাঁর আংটিবদল হয়েছে। ওই বছরই নভেম্বর মাসে বিয়ে হওয়ার কথা থাকলেও তা এখনো হয়নিফারিয়ার ভাষ্যে, এখনই বিয়ে আর হচ্ছে না। বিয়ের বয়স তো শেষ হয়ে যায়নি আমার। এখন আমার অনেক কাজ বাকি। কাজ শেষ না করে বিয়ে করছি না। কবে হবে, তা-ও বলতে পারছি নাসুবর্ণা মুস্তাফা, ঋতিক রোশন ও কারিনা কাপুরের অভিনয় ভালো লাগে ফারিয়ার