গতকাল রোববার রাতে ঢাকার স্টার সিনেপ্লেক্সের সনি স্কয়ার শাখায় সিনেমাটির বিশেষ প্রদর্শনীতে অংশ নেন শাকিব খান। ফেসবুক থেকে
গতকাল রোববার রাতে ঢাকার স্টার সিনেপ্লেক্সের সনি স্কয়ার শাখায় সিনেমাটির বিশেষ প্রদর্শনীতে অংশ নেন শাকিব খান। ফেসবুক থেকে

দর্শক দাঁতভাঙা জবাব দিয়েছে, পাইরেসি নিয়ে শাকিব খান

পবিত্র ঈদুল আজহায় মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘তাণ্ডব’। ছবিটি মুক্তির এক সপ্তাহের মধ্যেই পাইরেসির কবলে পড়ে। পাইরেসির পরও দর্শককেরা ছবিটি দেখতে সিনেমা হলে ভিড় করছেন।
বিষয়টি নিয়ে অভিনেতা শাকিব খান বলেন, ‘সিনেমাপ্রেমী মানুষদের, বিদেশে থাকা প্রত্যেক বাংলাদেশিকে ধন্যবাদ জানাতে চাই। একটা সিনেমা একটি কুচক্রী মহল পাইরেটেড কপি ঘরে ঘরে পৌঁছে দিল আর আমার দেশের মানুষ, আমার দেশের দর্শক দাঁতভাঙা জবাব দিয়ে দিল যে আমরা পাইরেটেড কোনো কপি দেখব না। আমরা সিনেমা হলে গিয়েই দেখতে চাই। যারা আমাকে হিডেন ভালোবাসা সব সময় দিয়ে যাচ্ছেন, তাঁদের প্রতি আমি সব সময়ই কৃতজ্ঞ।’
গতকাল রোববার রাতে ঢাকার স্টার সিনেপ্লেক্সের সনি স্কয়ার শাখায় সিনেমাটির বিশেষ প্রদর্শনীতে অংশ নেন শাকিব খান।

সেখানে শাকিব খান বলেন, ‘আমরা সবাই জানি, সিনেমা হচ্ছে সবচেয়ে শক্তিশালী মাধ্যম। এটি বিনোদনের মধ্য দিয়ে কৃষ্টিকালচারকে বিশ্বের কাছে তুলে ধরে। আজকে আমাদের সিনেমা যখন পুরো পৃথিবী ছড়িয়ে যাচ্ছে, একটা হলিউড, বলিউডের সিনেমার সঙ্গে টেক্কা দিয়ে চলছে, সেই সময়ে এসে গতবারও দেখেছি অল্প সময়ের মধ্যেই “বরবাদ” পাইরেসি হয়ে গেছে। “তাণ্ডব” তো এক সপ্তাহের মধ্যেই পাইরেসি হয়ে গেছে। রাফী যে কথাটা বললেন, যে সিনেমা বিশ্বজয় করছে, যে সিনেমা এগিয়ে যাচ্ছে, সেই সিনেমাকে টার্গেট করা হচ্ছে।’
শাকিব খানের ভাষ্য, ‘পাইরেসির বিরুদ্ধে আমরা সবাই সোচ্চার। যেভাবে আপনারা সাপোর্ট করে যাচ্ছেন। যেভাবে পাইরেসি হওয়ার পরও ৪০ থেকে ৫০টি শো হাউসফুল যাচ্ছে; এই যে ভালোবাসা দেখাচ্ছেন, সেই ভালোবাসা দিয়ে কুচক্রী মহলকে রুখতে হবে। প্রতিবাদ করতে হবে যে আমরা আমাদের দেশের চলচ্চিত্রকে ধ্বংস হতে দেব না। আমরা একসঙ্গে আমাদের চলচ্চিত্রকে অনেক দূর এগিয়ে নিয়ে যাব।’
পাইরেসির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ধন্যবাদ জানিয়ে শাকিব খান বলেন, ‘তারা অল্প সময়ের মধ্যে শক্ত পদক্ষেপ নিয়েছে। গ্রেপ্তার করেছে। মূল হোতাকে বের করতে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। যারা দেশের সংস্কৃতির বিরুদ্ধে কাজ করবে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল, চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি, ছবিটির নির্মাতা রায়হান রাফী ও অভিনেত্রী সাবিলা।
‘তাণ্ডব’ প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহপ্রযোজনায় আছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগিতা করেছে দীপ্ত।