শাকিব-নিশো-সিয়াম-মধুমিতাদের ঘিরে যা রটছে, তার কতটা সত্য, কতটা গুঞ্জন

শাকিব-নিশো-সিয়াম-মাধুমিতাদের ঘিরে ছড়িয়েছে গুঞ্জন। ছবি: কোলাজ
শাকিব-নিশো-সিয়াম-মাধুমিতাদের ঘিরে ছড়িয়েছে গুঞ্জন। ছবি: কোলাজ

তারকা মানেই যেন গুঞ্জনের শেষ নেই। কখনো পেশা, কখনো ব্যক্তিগত জীবনের নানা ঘটনা ঘিরেই আলোচনায় থাকেন তারকারা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন বাড়ছে শাকিব খান, নিশো, সিয়াম ও রায়হান রাফীদের ঘিরে। এসব গুঞ্জনের কতটা সত্য আর কতটা রটছে, সেটাই এখন দেখার পালা। কারণ, এর আগে ‘তাণ্ডব’ ঘিরে সব গুঞ্জন সত্য হয়েছে। এবার নতুন করে কী গুঞ্জন ছাড়াচ্ছে, সেগুলো নিয়ে কী বলছেন কলাকুশলীরা।

‘তাণ্ডব’ আলোচনায় আসার পর গুঞ্জন শুরু হয়, শাকিব খান ও নিশোকে ঘিরে। ঈদে মুক্তি পাওয়া ‘তাণ্ডব’ সিনেমায় তাঁদের একসঙ্গে দেখা গেছে। শাকিব খানের সঙ্গে ছবিতে অতিথি চরিত্রে ছিলেন আফরান নিশো। দুই অভিনেতার ভক্তরা বলছেন, আবার তাঁরা জুটি হয়ে আসছেন। এবার তাঁদের দেখা যাবে ‘সুড়ঙ্গ–২’ সিনেমায়। এমনকি গল্প কী হবে, সেটাও ভক্তরা ভাগাভাগি করছেন।

শোনা যাচ্ছে ‘সুড়ঙ্গ–২’ সিনেমা আসছে। ছবি: ফেসবুক

এক ভক্ত লিখেছেন, রায়হান রাফীর চলচ্চিত্র ‘সুরঙ্গ’–এর সম্ভাব্য সিকুয়েলে দেখা যাবে মাসুদের (আফরান নিশো) গ্যাংস্টার হয়ে ওঠার রুদ্ধশ্বাস গল্প। একসময়ের নিরীহ ও নিঃসঙ্গ মাসুদ কেমন করে গ্যাংস্টার–জগতে প্রবেশ করে, সেই রোমাঞ্চকর অভিযাত্রাই হবে এই পর্বের কেন্দ্রবিন্দু। সেখানে আরেক ভক্ত মন্তব্য করেছেন, এই গল্পে থাকবে ব্যাংক ডাকাতির অংশ। এটা নিয়েই মুখোমুখি হবেন শাকিব–নিশো। এমন কোনো সম্ভাবনা কি আদৌ আছে?

‘তাণ্ডব’ সিনেমার আগেও গুঞ্জন ছড়িয়ে ছিল, ছবিতে অতিথি চরিত্রে দেখা যাবে নিশোকে। পরবর্তী সময়ে এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কেউ মুখ না খুললেও গুঞ্জনই সত্যি হয়। এবারের গুঞ্জন নিয়ে রাফী বলেন, ‘দর্শকেরা আমাদের ভালোবাসেন। তাঁরা আমাদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বলছেন, ফেসবুক গরম করে যুক্তি–তর্ক করছেন, এটা বেশ ভালোই লাগে। দিন শেষে তো তাঁরাই আমাদের শক্তি। তাঁরা কথা বলতে থাকুন। কিন্তু কী হচ্ছে, এ বিষয়ে কিছু বলতে পারব না। এখন “তাণ্ডব” হলে চলছে। দর্শকদের বলব, হলে গিয়ে ছবিটি দেখুন।’

গুঞ্জন রয়েছে একসঙ্গে অভিনয় করেছেন শাকিব খান ও মধুমিতা। ছবি: সংগৃহীত

গুঞ্জনের শীর্ষে শাকিব খান। কদিন ধরেই শোনা যাচ্ছে, শাকিব খান এবার আরেক তরুণ নির্মাতার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। তাঁদের দেখা যাবে তরুণ নির্মাতা সাকিব ফাহাদের সঙ্গে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, সেনাবাহিনীর অফিসারের চরিত্রে দেখা যাবে শাকিব খানকে। তেমন লুকের ছবিও ছড়িয়েছে। তবে এই সত্যতা নিয়ে কেউ মুখ খোলেননি।

ফাহাদ প্রথম আলোকে বলেন, ‘আমরা আপাতত এ বিষয় নিয়ে কিছু বলতে চাই না। আমাদের সিনেমা “উৎসব”এখন প্রেক্ষাগৃহে চলছে। আমরা সিনেমাটি নিয়েই কথা বলতে চাই।’ এই পরিচালকদের টিমে কাজ করা শিহাব নুরনবী নামের একজন শিল্পনির্দেশক সিনেমাটি নিয়ে তরুণ নির্মাতাকে শুভকামনা জানালেও, পরে পোস্টটি ডিলেট করে দেন। এটাও শোনা যাচ্ছে, শাকিব খান নাকি আগস্ট মাসেই নতুন ছবির শুটিং শুরু করবেন। সিনেমাটি চলতি বছরের শেষের দিকে মুক্তি পাবে। গুঞ্জন নাকি সত্য, সেটা সময়ই বলে দেবে।

গত ঈদে আলোচনায় ছিল তরুণ চলচ্চিত্র নির্মাতা মেহেদী হাসান হৃদয়। শাকিব খান অভিনীত সেই ‘বরবাদ’ সিনেমাটি আয়ে রেকর্ড গড়ে। সম্প্রতি শোনা যাচ্ছে, এই পরিচালক আবার শাকিব খানকে নিয়ে সিনেমা বানাচ্ছেন। এমনকি সিনেমাটির নায়িকা কে, কবে মুক্তি পাবে, সেটা নিয়েও ফেসবুকে লিখেছেন ভক্তরা। সিনেমা–

আবার ফিরছেন নায়ক শাকিব খান ও পরিচালক মেহেদী হাসান হৃদয়। ছবি: ফেসবুক

সংশ্লিষ্ট একটি গ্রুপে ইমরুল নামের এক ভক্ত লিখেছেন, ‘আবার এক হচ্ছেন “বরবাদ” নির্মাতা ও অভিনেতা জুটি। সিনেমায় এবার শাকিবের নায়িকা হিসেবে থাকছেন পশ্চিম বাংলা নায়িকা মধুমিতা সরকার। যিনি এর আগে “বোঝে না সে বোঝে না” সিরিয়ালের পাখি চরিত্রে অভিনয় করে পরিচিতি পান। দুজনই সিনেমার গল্পে পারফেক্ট। সিনেমাটি আসতে পারে আগামী ঈদুল ফিতরে।’

এমন গুঞ্জন নিয়ে ভক্তরা আশাবাদী। তাঁরা কেউ কেউ শুভকামনা জানিয়েছেন পরিচালক ও শাকিব খানকে। এদিকে ‘তাণ্ডব’ সিনেমার নায়িকা সাবিলাকে নিয়েও শুরুতে গুজব ছড়ায়। কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠান আনুষ্ঠানিক বিবৃতি না দিলে গুঞ্জন সত্য হয়। এবারের শাকিব–মধুমিতা জুটির গুঞ্জন কতটা সত্য, সেটা নিয়ে পরিচালক হৃদয় প্রথম আলোকে বলেন, ‘আমাদের আগামী সিনেমাটি নিয়ে প্রাথমিক অবস্থায় আছি। কে কে অভিনয় করবেন, এটাও এখনো চূড়ান্ত নয়। সময় হলে আমরা সবাইকে দাওয়াত দিয়েই সিনেমার খবর জানাব। সেই চমকের জন্য আরেকটু অপেক্ষা করতে হবে। এতটুকুই বলতে পারি, আমরা ইনশা আল্লাহ, আগামী ঈদুল ফিতরে আসব।’

গুঞ্জন রয়েছে সিয়ামকে ঘিরেও। ছবি: ফেসবুক

হৃদয়ের সিনেমা ঈদুল ফিতরে মুক্তি ঘিরে আরও গুঞ্জন ছড়িয়েছে। কেউ কেউ লিখছেন, শাকিব ও রায়হান রাফী জুটিকে আগামী বছর একসঙ্গে পর্দায় পাওয়ার সম্ভাবনা কম। কারণ হিসেবে সিনেমার ভক্তরা লিখেছেন, ঈদুল ফিতরে শাকিবকে দেখা যাবে মেহেদী হাসান হৃদয়ের সিনেমায়। অন্যদিকে একই ঈদে রাফীর পরিচালনায় আসতে পারেন সিয়াম আহমেদ। পরের ঈদে হিমেল আশরাফের সিনেমায় দেখা যাবে শাকিব খানকে।

নাম প্রকাশ না করা শর্তে গুঞ্জন নিয়ে শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠানের একটি সূত্র জানায়, শাকিব আগামী বছর ঈদুল আজহার আগেই রায়হান রাফীর ‘তুফান’ অথবা ‘তাণ্ডব’ সিনেমার সিকুয়েলে শুটিং শেষ করবেন। সেই সিনেমা দিয়ে আগামী বছর ঈদুল আজহায় শাকিব–রাফী জুটি ফিরতেও পারেন। তবে নিশোকে নিয়ে রাফীর পরিকল্পনা রয়েছে। সেই সিনেমা ঈদুল আজহায় মুক্তি পেলে শাকিব–রাফী জুটি বিরতি দিয়ে ফিরবে।

ছবিটি ফেসবুকে পোস্ট করেছেন ভক্তরা

‘তাণ্ডব’ সিনেমায় অতিথি চরিত্র দিয়ে আলোচনায় এসেছেন সিয়াম আহমেদ। সিনেমায় তাঁর পরিণতি দেখানো হয়নি। অন্যদিকে নিশোও সিনেমার শেষে প্রতিশোধ নিতে চান। সিনেমার পরিচালক রাফী সিনেমার শেষে জানিয়ে দেন, আসছে ‘তাণ্ডব ২’। তাহলে কী একসঙ্গে পরবর্তী ‘তাণ্ডব ২’ সিনেমায় দেখা যাবে, শাকিব–নিশো–সিয়ামকে? কী বলেন রাফী? এ বিষয়ে রাফী বলেন ‘বেশ কিছু পরিকল্পনা হচ্ছে। কিন্তু আমি এগুলো নিয়ে কোনো মন্তবই করতে পারব না। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কথা বলা বারণ। সময় হলেই দর্শকেরা সব জানতে পারবেন।’

এমনকি সিয়ামের আরমান মনসুর চরিত্রটি নিয়েও সিনেমা চান অনেকে। গায়িকা ন্যান্‌সি এক পোস্টে লিখেছেন, ‘আরমান মনসুরকে নিয়ে একটা সিনেমা দেখতে চাই।’ সেই পোস্টে পরিচালক রাফীর মন্তব্য, ‘ওকে আপু।’ এটাও বেশ গুঞ্জন ছড়িয়েছে। রাফীর পরবর্তী সিনেমা হিসেবে সিয়ামকে ভাবছেন। আপাতত সেই বিষয়েও কোনো মন্তব্য করতে চান না পরিচালক।

এদিকে একটি বিশ্বস্ত সূত্রে জানা যায়, শাকিব খান বরাবরের মতোই আবার নতুন নির্মাতার সিনেমায় কাজ করতে যাচ্ছেন। সিনেমা হলে ‘তাণ্ডব’ঝড় শেষ হলেই সিনেমাটি নিয়ে চূড়ান্তভাবে জানা যাবে। তবে কে সেই নির্মাতা বা সিনেমাটির সঙ্গে কোন প্রযোজনা প্রতিষ্ঠান যুক্ত, সে সম্পর্কে কিছুই জানা যায়নি।

শাকিব খান ও রায়হান রাফী এখন আলোচিত জুটি। ছবি: ফেসবুক থেকে