‘উৎসব’ সিনেমার দৃশ্য
‘উৎসব’ সিনেমার দৃশ্য

‘উৎসব’–এর টিকিট নেই...

ঈদুল আজহার ৩৫তম দিন আজ। এরপরও মিলছে না তানিম নূরের ‘উৎসব’ সিনেমার টিকিট। স্টার সিনেপ্লেক্সের প্রতিটি শাখায় সিনেমাটি আজ হাউসফুল। টিকিট না পেয়ে ফিরে যাচ্ছেন অনেকেই, অনেককেই আবার দেখতে হচ্ছে অন্য সিনেমা।
আজ শুক্রবার স্টার সিনেপ্লেক্সের সব শাখা মিলিয়ে ‘উৎসব’–এর শো চলছে ১৩টি। গতকাল রাতের মধ্যেই ৯৬ শতাংশ অগ্রিম টিকিট বুক করেন দর্শক। তাই আজ ‘উৎসব’ দেখতে গিয়ে টিকিট পাচ্ছেন না কেউ। এমনকি আগামীকালের ১৫টি শোর সিংহভাগ টিকিটও হয়ে গেছে অগ্রিম বুকিং। দর্শক চাহিদায় আগামীকাল আরও চারটি শো বাড়িয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন নির্মাতা তানিম নূর।

স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শপিং মল শাখার কাউন্টারে দর্শকের চাপ

স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শপিং মল শাখায় গিয়ে দেখা গেছে, কাউন্টারে দীর্ঘ লাইন। সেখানে তরুণ দর্শকের সংখ্যা ছিল বেশি। তাঁদের পছন্দের তালিকায় আছে হলিউডের মুক্তি পাওয়া ‘সুপারম্যান’ ও ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’। তবে পরিবার নিয়ে আসা দর্শকেরা খুঁজছেন ‘উৎসব’–এর টিকিট। এ শাখায় ছবিটির তিনটি শো হাউসফুল গতকাল রাতেই।
এদিকে চলতি বছরের তৃতীয় ছবি হিসেবে মাল্টিপ্লেক্সে ছয় কোটি টাকার বেশি টিকিট বিক্রি করেছে ‘উৎসব’। মুক্তির ৩৩ দিনে এ কীর্তি গড়েছে সিনেমাটি। স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস ও লায়ন সিনেমাসে এ টিকিট বিক্রি হয়েছে। সিনেমাটি পেছনে ফেলেছে ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘দাগি’ সিনেমাকে।
সিনেমার নির্মাতা তানিম নূর প্রথম আলোকে বলেন, ‘মাল্টিপ্লেক্সের মতো সিঙ্গেল স্ক্রিন ও দেশের বাইরে এখনো বেশ ভালো চলছে “উৎসব”। তবে সিঙ্গেল স্ক্রিনের আয়ের হিসাব কিছুটা জটিল ও সময়সাপেক্ষ হওয়ায় এখনো জানাতে পারিনি আমরা। আজ ৩৫তম দিন চলছে। গতকালও কয়েকটি হাউসফুল শো গেছে, আজকেও বেশ ভালো যাচ্ছে। সব মিলিয়ে এখনো দর্শকের দারুণ আগ্রহ দেখতে পাচ্ছি।’
দেশের মতোই ‘উৎসব’ চলছে বিদেশের মাটিতে। সিনেমাটি দেশের বাইরে মুক্তি পায় গত ২০ জুন। ১৭ দিনের হিসাব অনুযায়ী, এটি শুধু উত্তর আমেরিকা থেকেই আয় করেছে ১ লাখ ৪৬ হাজার ডলার।

‘উৎসব’ সিনেমার দৃশ্যে সাদিয়া আয়মান

পরিবার ছাড়া দেখা নিষেধ—এমন ট্যাগলাইন নিয়ে মুক্তি পায় তানিম নূরের সিনেমা ‘উৎসব’। মুক্তির পর দেখা গেল, কথাটা একেবারে মিথ্যা নয়। এবারের ঈদে ‘উৎসব’ হয়ে উঠেছে পারিবারিক দর্শকের প্রথম পছন্দ। দিন যত যাচ্ছে, ততই বাড়ছে সিনেমাটি ঘিরে দর্শকের আগ্রহ। সিনেমাটিতে অভিনয় করেছেন দেশের নামকরা শিল্পীরা। জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মানসহ অনেকে।
সিনেমাটির গল্প লিখেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া। ডিরেক্টর অব ফটোগ্রাফি হিসেবে কাজ করেছেন রাশেদ জামান। চিত্রনাট্য ও সংলাপ করেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া।
ব্র্যাক ব্যাংক প্রেজেন্টস ‘উৎসব’ সিনেমাটি প্রযোজনা করেছে ডোপ প্রোডাকশনস, সহপ্রযোজনায় আছে চরকি। সিনেমার সহযোগী প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে আছে লাফিং এলিফ্যান্ট।