নুসরাত ফারিয়া। ফেসবুক থেকে
নুসরাত ফারিয়া। ফেসবুক থেকে

‘কন্যা’ এবার জলে

ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘জ্বীন ৩’-তে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। সিনেমাটি সেভাবে আলোচিত না হলেও আলোচনায় ছিল এর গান ‘কন্যা’। গানে পারফরম্যান্সের জন্য প্রশংসিত হয়েছেন ফারিয়া। আজ দুপুরে নিজে ফেসবুকে নতুন বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন ঢাকাই সিনেমার এ অভিনেত্রী। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক ফারিয়া সম্পর্কে কিছু তথ্য-

‘জ্বীন ৩’ সিনেমার আগে অনেক দিন সেভাবে আলোচনায় ছিলেন না ফারিয়া। দীর্ঘদিন ঢাকা বা কলকাতার সিনেমা তাঁকে পাওয়া যায়নি। অভিনেত্রীর ফেসবুক থেকে
‘জ্বীন ৩’-এর গান ‘কন্যা’ দিয়ে আবারও আলোচনায় ফিরেছেন তিনি। রবিউল ইসলামের কথায় গানটি সুর করেছেন ইমরান মাহমুদুল। গেয়েছেন ইমরান ও কনা। অভিনেত্রীর ফেসবুক থেকে
গানটিতে তাঁর ও সজলের রসায়ন প্রশংসিত হয়েছে। গানটিতে ফেসবুকে বেশ কয়েকটি রিলসেও দেখা গেছে ফারিয়াকে। ফেসবুক থেকে
আজ দুপুরে সাদা পোশাকে সুইমিংপুলে নেমে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন ফারিয়া। ছবিগুলো তাঁর ভক্ত-অনুসারীরা বেশ পছন্দও করেছেন। ফেসবুক থেকে
মাত্র ২৬ মিনিটে ছবিতে প্রতিক্রিয়া এসেছে ৫ হাজারের বেশি। অনেকেই তাঁর লুকের প্রশংসা করেছেন। অভিনেত্রীর ফেসবুক থেকে
ছবিগুলো কোথায় তোলা, তা অবশ্য জানাননি ফারিয়া। অভিনেত্রীর ফেসবুক থেকে