বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে সিনেমা দেখে বের হওয়ার সময় নির্মাতা ও বোর্ড সদস্য কাজী হায়াতের গাড়ি আটকে রাখেন শাকিব খানের ভক্তরা। এ সময় এই নির্মাতার সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয় ভক্তদের। ফেসবুক লাইভে এসে এ ঘটনার প্রতিবাদ জানান কাজী হায়াতপুত্র চিত্রনায়ক কাজী মারুফ। এবার এ ঘটনার প্রতিবাদ জানালেন চিত্রনায়ক ওমর সানী।
ফেসবুক পোস্টে ওমর সানী লিখেছেন, ‘কাজী হায়াত কিংবদন্তির নাম, যদিও তাঁর সঙ্গে আমার কোনো ছবি নেই, কিন্তু ওনাকে শ্রদ্ধা করি। ওনার সঙ্গে যে ব্যবহারটা করা হয়েছে, এটা খুবই দুঃখজনক। আমার কাছে মনে হয়েছে ইনটেনশনালি (ইচ্ছাকৃত) করা, যাহোক আমরা সম্মানের সঙ্গে থাকি। জোর শব্দটা কারও একার না।’
‘বরবাদ’ সিনেমার প্রদর্শনী দেখতে গত মঙ্গলবার বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে গিয়েছিলেন নির্মাতা ও বোর্ড সদস্য কাজী হায়াত।
সিনেমা দেখে বের হওয়ার সময় গেটে তাঁর গাড়ি আটকে রাখেন শাকিব খানের ভক্তরা। কাজী হায়াত গাড়ি থেকে নেমে তাঁদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে, ‘তুমি কে আমি কে, শাকিবিয়ান, শাকিবিয়ান’ বলে স্লোগান দিতে থাকেন। এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন কাজী হায়াতপুত্র চিত্রনায়ক কাজী মারুফ।
বিষয়টি নিয়ে ফেসবুক লাইভে কথা বলেন ওমর সানী। শাকিব খানের দৃষ্টি আকর্ষণ করে এই চিত্রনায়ক বলেন, ‘শাকিব তোমাকে ইচ্ছা করেই ফোন দিইনি, তুমি বিষয়টি দেখো।’