টানা কয়েক বছর অভিনয় করেছেন ঢাকাই সিনেমায়। রাতারাতি তাঁরা এক শ্রেনির দর্শকের কাছে পরিচিতি ও জনপ্রিয়তা পান। এমনও ব্যস্ততা ছিল তাঁদের, দিনে তিন থেকে চারটি সিনেমায় অভিনয় করেছেন। একসময় তাঁরাই সিনেমা থেকে দূরে সরে যান। তত দিনে তাঁদের নামের আগে যোগ হয় ‘অশ্লীল’ তকমা। সিনেমার ‘কাটপিস’ দৃশ্যে অভিনয়ের অভিযোগে অভিযুক্ত হন তাঁরা। অবশ্য এসব অভিনেত্রীদের বক্তব্য ছিল, পরিচালকেরা তাঁদের বাধ্য করেছেন অশ্লীল সিনেমায় অভিনয় করতে। পরবর্তী সময় সিনেমা থেকে অশ্লীলতা দূর হলে নীরব হয়ে যান ময়ূরী, মুনমুন ও পলিরা। তাঁরা এখন কেমন আছেন। কতটা সরব?