পেশাগত জায়গায় কত নায়িকার সঙ্গে অভিনয় করতে হয় চিত্রনায়কদের। শুটিং, সিনেমার প্রচারণা কিংবা আড্ডায় সেসব নায়িকার ছবি দিয়েই ঢেকে থাকে তারকাদের ফেসবুকের পাতা। নায়িকাদের ভিড়ে ফেসবুক পোস্টে জীবনের আসল নায়িকাদের খুঁজে পাওয়া কষ্টকর। অথচ চলতি পথে এসব চিত্রনায়ককে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিয়েছেন, এমনকি প্রতিমুহূর্তে পাশে পেয়েছেন স্ত্রীদের। আড়ালে থাকা চিত্রনায়কদের জীবনসঙ্গী নিয়েই এই ফটো স্টোরি। ছবিতে দেখে নিন ঢালিউড চিত্রনায়কদের আড়ালে থাকা স্ত্রীদের ছবি।
