
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মানুষের প্রাণহানির ঘটনায় আজ মঙ্গলবার (২২ জুলাই) দিনভর শোকের ছায়া ছিল সারা দেশে।
গতকালই অন্তর্বর্তী সরকার আজকের দিনটিকে রাষ্ট্রীয় শোক দিবস হিসেবে ঘোষণা করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। শোক পালনের অংশ হিসেবে মঙ্গলবার দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। একইভাবে দেশের সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত ছিল। রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবেই মঙ্গলবার বন্ধ ছিল দেশের সব সিনেমা হল ও মাল্টিপ্লেক্স।
অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম আজ মঙ্গলবার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহত ব্যক্তিদের দেখতে গিয়ে সাংবাদিকদের জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ২৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এর আগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত মোট ৩১ জন নিহত ও ১৬৫ জন আহত হয়েছেন। আহতের সংখ্যা প্রায় দুই শতাধিক।
মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকাহত পুরো জাতি। বিনোদন অঙ্গনও ছিল শোকাচ্ছন্ন। চলচ্চিত্র প্রদর্শক সমিতির ডাকে আজ মঙ্গলবার দেশের সব সিনেমা হলের প্রদর্শনী বন্ধ রাখা হয়।
সমিতির পক্ষ থেকে সোমবার রাতে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রীয় শোকের সঙ্গে একাত্মতা প্রকাশের অংশ হিসেবে ২২ জুলাই সারা দেশের সব সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সে সিনেমা প্রদর্শনী বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে।
এ আহ্বানে সাড়া দিয়ে দেশের বড় সিনেমা চেইনগুলোও কার্যক্রম বন্ধ রাখে। স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ‘মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। জাতীয় শোকের অংশ হিসেবে স্টার সিনেপ্লেক্স আজ (মঙ্গলবার) সব শাখায় প্রদর্শনী ও কার্যক্রম বন্ধ রেখেছে।
রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স, সীমান্ত সম্ভার, বেইলি রোড, মিরপুরসহ অন্য প্রেক্ষাগৃহগুলোতেও তালা ঝুলছিল। সিনেমাপ্রেমীরাও এ সিদ্ধান্তকে সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থন জানিয়েছেন। বার্তা দিয়েছেন এ অঙ্গনের তারকারা।
স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, আগামীকাল বুধবার (২৩ জুলাই) থেকে সব শাখায় পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী সিনেমা প্রদর্শন আবার শুরু হবে।