‘ব্যাচেলর পয়েন্ট ৫’–এর পোস্টার থেকে। ফেসবুক থেকে
‘ব্যাচেলর পয়েন্ট ৫’–এর পোস্টার থেকে। ফেসবুক থেকে

‘এখানে বসে “ব্যাচেলর পয়েন্ট ৫”দেখছি’

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। অভিনয়শিল্পী সাদিয়া আয়মান, কাজল আরেফিন অমি, মিষ্টি জান্নাতদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।

প্রশংসা পাচ্ছে ঈদের সিনেমা ‘উৎসব’। সহশিল্পী সৌম্যর সঙ্গে ছবিটি পোস্ট করে সাদিয়া আয়মান লিখেছেন, ‘এটা একটি ব্যাখ্যাতীত অনুভূতির জন্ম দিল। আমাদের “উৎসব” সিনেমা হাউসফুল শো চলছে।’ ফেসবুক থেকে
পরিচালক কাজল আরেফিন অমি স্ট্যাটাসে লিখেছেন, ‘এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠলাম, টোলম্যান বলে, ভাই, আপনার টোল আমি দিয়ে দিচ্ছি, আপনার দেওয়া লাগবে না। এখানে বসে “ব্যাচেলর পয়েন্ট ৫” সিজন দেখছি। ধন্যবাদ ভাই। এতবার বললাম, তিনি আমার কাছ থেকে টোল নিলেনই না।’ ফেসবুক থেকে
সমসাময়িক সিনেমা অঙ্গনের চিত্র নিয়ে অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম লিখেছেন, ‘ফিল্ম ইন্ডাস্ট্রি যখন একজন নায়কের হয়ে ওঠে, তখন বাকিরা উপগ্রহ হয়ে যায়। নায়কের আশীর্বাদ উঠে গেলে ইন্ডাস্ট্রি থমকে যাবে। আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটারে। সেই চাঁদও সূর্য ছাড়া মূল্যহীন।’ ফেসবুক থেকে
অভিনেত্রী মিষ্টি জান্নাত শাকিব খানের এ ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘তোমরা হিন্দি ছবির নায়কদের নিয়ে মাতামাতি করতে পারো। আমি তাদের বলব, শাকিবকে দেখে শেখো। ৩০ দিনে ছবি শেষ করার পরও এমন নিখুঁত পারফরম্যান্স কে করতে পারবে? শাকিব খানকে নিয়ে গর্বিত হওয়াটাই গর্বের বিষয়। শাকিব খান অনবদ্য।’ ফেসবুক থেকে
খল অভিনেতা ডন লিখেছেন, ‘বাবার হাত ধরে প্রথম উঠে দাঁড়ানোর সৌভাগ্য সব সন্তানের হলেও সন্তানের হাত ধরে উঠে দাঁড়ানোর সৌভাগ্য সব বাবার হয় না।’ ফেসবুক থেকে