মীরুব আলী
মীরুব আলী

অভিনেত্রী মীরুবের বাগ্‌দান ভেঙে গেল

বছর তিনেক আগে গায়ক অসিম আজহারের সঙ্গে বাগ্‌দান সেরেছেন পাকিস্তানি অভিনেত্রী ও মডেল মীরুব আলী। সপ্তাহখানেক আগে সেই বাগ্‌দান ভেঙে গেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্তর চর্চা চলছে।

মীরুব আলী

বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন অসিম আজহার। এক ইনস্টাগ্রামে পোস্টে তিনি জানান, তাঁদের বিচ্ছেদ ঘটেছে। তবে বিষয়টি নিয়ে কোনো কথা বলেননি মীরুব আলী।
বিচ্ছেদের পর মীরুবকে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে ও বন্ধু-পরিজনদের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে।

বিচ্ছেদ নিয়ে আলোচনার মধ্যে মুখ খুলেছেন মীরুব আলী। এক ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, ‘আল্লাহ সব জানেন। আর সেটাই যথেষ্ট।’

মীরুবের ইনস্টাগ্রাম স্টোরিটি ছড়িয়ে পড়েছে। কেউ কেউ মীরুবের প্রতি সহমর্মিতা জানিয়েছেন।

স্টোরির সঙ্গে মীরুব একটি ফুলের ছবিও শেয়ার করেন, যেখানে উৎসাহমূলক একটি বার্তা লেখা ছিল। ধারণা করা হচ্ছে, এই কঠিন সময়ে নিজেকে শক্ত রাখার বার্তাই তিনি দিতে চেয়েছেন।