বাংলাদেশের নায়িকারা ফেসবুকে যতটা সরব, নায়কেরা ততটা নন। অনেক নায়ক আবার ফেসবুক পেজ নিয়ে একরকম উদাসীনও। তবে এর মধ্যে কেউ কেউ ব্যতিক্রমও আছেন। তাঁদের কেউ বেশ আগে থেকে ফেসবুকে নিজেদের কাজের হালনাগাদ তথ্য দিয়ে আসছেন। আবার কেউ নিজের ব্যক্তিগত নানা মুহূর্ত, ঘোরাঘুরির তথ্যও ফেসবুক পেজে শেয়ার করেন। তারকাদের ভক্তরাও এতে তাঁদের সম্পর্কে সরাসরি অনেক কিছু জানতে পারেন। ফেসবুক প্ল্যাটফর্মে অনুসারীর সংখ্যার ওপর ভিত্তি করে দেশের ১০ নায়ককে যদি বেছে নেওয়া হয়, তাহলে কেমন হবে তালিকাটা?

১. শাকিব খান (৭৪ লাখ)
বাংলাদেশি সিনেমার আলোচিত তারকা শাকিব খান। জনপ্রিয়তার পাশাপাশি সম্মানীর দিক দিয়েও এ তারকার ধারেকাছে নেই দেশের আর কোনো তারকা। ২৫ বছর ধরে ঢালিউডে তাঁর পথচলা। দেশ–বিদেশে রয়েছে তাঁর বিশাল ভক্ত–গ্রুপ। নতুন দিনের শাকিব খান যেন নিজেকে প্রতিনিয়ত নতুনভাবে মানুষের সামনে উপস্থাপন করছেন। গত কয়েক বছরে ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’, ‘তুফান’, ‘দরদ’, ‘বরবাদ’ ও ‘তাণ্ডব’ দিয়ে চমকে দিয়েছেন সবাইকে। একের পর এক সুপারহিট কাজ উপহার দিয়ে পুরোনোদের পাশাপাশি নতুন ভক্ত–গ্রুপ তৈরি করছেন তিনি। এক দশকের বেশি সময় ধরে শাকিব খানের ফেসবুক পেজ থাকলেও কয়েক বছর ধরে পেজটি বেশ সক্রিয়। নিজের কাজের হালনাগাদ তথ্য যেমন তাঁর পেজ থেকে দেওয়া হয়, তেমনি চলচ্চিত্রসংশ্লিষ্ট নানা বিষয়েও তাঁর বক্তব্য থাকে, দেশের বিভিন্ন ইস্যুতেও শাকিব খানের মতামত দেখা যায়। শাকিব খানের ভেরিফায়েড এই পেজে ৭৪ লাখের বেশি মানুষ তাঁকে অনুসরণ করেন।
২. সিয়াম আহমেদ (৪৪ লাখ)
চলচ্চিত্রে পথচলা ৭ বছরের হলেও অভিনয় অঙ্গনে আছেন এক যুগের বেশি সময়। প্রথমদিকে বিজ্ঞাপনচিত্র, টেলিভিশন নাটক এবং উপস্থাপনা করতেন সিয়াম আহমেদ। ২০১৮ সালে ‘পেড়ামন ২’ ছবি দিয়ে বড় পর্দায় আবির্ভাব ঘটে তাঁর। এর পর থেকে আর তাঁকে ছোট পর্দায় সেভাবে দেখা যায়নি। লেগে আছেন সিনেমাকে ঘিরে। সিনেমা আঁকড়ে ধরে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। চলচ্চিত্রে এখন আলাদা একটা অবস্থান তৈরি করতে পেরেছেন এই তারকা। এ বছর এই তারকা ‘জংলি’ সিনেমা দিয়ে আলোচনায় আসেন। ছবিটি দর্শক–মন জয় করে নিয়েছে। অভিনয়সংশ্লিষ্ট কাজের পাশাপাশি সিয়াম বিভিন্ন বিষয়ে তাঁর মতামত দেওয়ার মাধ্যম হিসেবে ফেসবুককে বেছে নেন। এই তারকার ফেসবুকে রয়েছে ৪৪ লাখের বেশি অনুসারী।
৩. আফরান নিশো (৩৩ লাখ)
অভিনয়ে প্রায় দুই যুগ হতে চলছে আফরান নিশোর। দীর্ঘ সময় ধরে ছোট পর্দায় কাজ করে বছর তিনেক বড় পর্দায় নিয়মিত হয়েছেন। এর আগে অভিনয়ের নতুন মাধ্যম ওটিটিতেও কাজ করেছেন। বড় পর্দায় নিয়মিত কাজ করলেও একই সঙ্গে ছোট পর্দায়ও কাজ করছেন জনপ্রিয় এই তারকা। ‘সুড়ঙ্গ’ দিয়ে প্রেক্ষাগৃহে অভিষেক বেশ ভালোই হয় নিশোর। এরপর বছরখানেক বিরতি দিয়ে গত ঈদে মুক্তি পায় ‘দাগি’। দুটি সিনেমায় আফরান নিশোর সহশিল্পী তমা মির্জা। ছোট পর্দার দাপুটে অভিনয়শিল্পী এখন বড় পর্দায় অভিনয়ে বেশি মনোযোগী। এরই মধ্যে নতুন সিনেমার ঘোষণাও এসেছে। আফরান নিশো ফেসবুকেও নিয়মিত। ভক্তদের সঙ্গে যোগাযোগ রক্ষার এই মাধ্যমে আফরান নিশোর অনুসারীর সংখ্যা ৩৩ লাখের বেশি।
৪. অনন্ত জলিল (২৩ লাখ)
অনন্ত জলিলের প্রধান পরিচয় তিনি গার্মেন্টস ব্যবসায়ী। একটা সময় এসে তাঁর মনে হয়, সিনেমায় অভিনয় করবেন। করেছেনও। ‘খোঁজ-দ্য সার্চ’ দিয়ে ১৫ বছর আগে বড় পর্দায় অভিষেক অনন্ত জলিলের। এরপর যথাবিরতিতে সিনেমায় অভিনয় করে গেছেন তিনি। ১৫ বছরে তাঁর অভিনীত ছবির সংখ্যা মাত্র ৮। সিনেমায় অভিনয় করতে গিয়ে নায়িকা বর্ষার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। এরপর তাঁকে বিয়েও করেন। এই সংসারে রয়েছে তাঁদের দুই সন্তান। অনন্ত জলিল ফেসবুকেও বেশ সরব। তাঁর বিভিন্ন বিষয় তিনি ফেসবুকের মাধ্যমে ভক্ত–শুভাকাঙ্ক্ষীদের জানান। মাঝেমধ্যে ফেসবুক পেজ থেকে লাইভও করেন। কয়েক বছর ধরে অনন্ত জলিলের নতুন কোনো ছবি মুক্তি পাচ্ছে না। তবে কয়েকটি ছবির ঘোষণা দিয়ে রেখেছেন। কবে এসব ছবির কাজ শুরু হবে কিংবা শেষ হবে—এ নিয়ে কোনো তথ্য দিতে পারেননি অনন্ত জলিল। ব্যবসায়ী ও চিত্রনায়ক অনন্ত জলিলের ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা ২৩ লাখের বেশি।
৫. আরিফিন শুভ (২০ লাখ)
শুরুটা ছিল র্যাম্প মডেলিং দিয়ে। এরপর বেশ কিছুদিন রেডিও জকির কাজও করেছেন আরিফিন শুভ। ধীরে ধীরে ছোট পর্দা হয়ে ‘জাগো’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক। ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘অগ্নি’ ছবির সাফল্যের পর চলচ্চিত্র প্রযোজক ও পরিচালকদের কাছে নির্ভরযোগ্য নায়ক হয়ে ওঠেন শুভ। একে একে করেন ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি’, ‘ভালোবাসা জিন্দাবাদ’, ‘ছায়াছবি’, ‘অগ্নি’, ‘কিস্তিমাত’, ‘ছুঁয়ে দিলে মন’, ‘অস্তিত্ব’, ‘ঢাকা অ্যাটাক’, ‘মিশন এক্সট্রিম’, ‘মুজিব একটি জাতির রূপকার’। কলকাতায়ও অভিনয় করছেন এই ঢালিউড তারকা। দেড় যুগ ধরে অভিনয় করছেন। ঢালিউডে তাঁর শারীরিক ফিটনেস বেশ প্রশংসনীয়। ফিটনেসের কারণে অনুজ ও সমসাময়িক কয়েকজন তারকার কাছে আরিফিন শুভ আলাদা অবস্থানে আছেন। তাঁরা ফিটনেস–সচেতন শুভকে নিজেদের অনুপ্রেরণা হিসেবেও মনে করেন। গত ঈদে আরিফিন শুভর ‘নীলচক্র’ নামের একটি সিনেমা মুক্তি পেয়েছে। বলিউডে এরই মধ্যে একটি ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন। কথা চলছে একাধিক চলচ্চিত্রের। ফেসবুকে এই তারকাকে অনুসরণ করেন ২০ লাখের বেশি ভক্ত–অনুরাগী।
৬. জিয়াউল রোশান (৯ লাখ ৯ হাজার)
৯ বছর ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক জিয়াউল রোশান। ‘রক্ত’ সিনেমা দিয়ে শুরু হয়েছিল তাঁর অভিনয়জীবন, অভিনয় করে ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা দেবের সঙ্গে ‘ককপিট’ সিনেমায়ও। সর্বশেষ মুক্তি পায় ‘রিভেঞ্জ’। ঢালিউডের বর্তমান সময়ের জনপ্রিয় এই নায়ক তাঁর নাচের পরিবেশনায় মুগ্ধ করেছিলেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লাকেও। নতুন কোনো ছবিতে অভিনয়ের খবরে তাঁকে পাওয়া যাচ্ছে না। তবে একাধিক ছবি মুক্তির অপেক্ষায় আছে। এর মধ্যে ‘জামদানী’, ‘সর্দারবাড়ির বউ’, ‘অপারেশন জ্যাকপট’ উল্লেখযোগ্য। রোশানকে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে অনুসরণ করেন ৯ লাখের বেশি ভক্ত–অনুরাগী।
৭. নিরব হোসেন (৫ লাখ ৯৭ হাজার)
র্যাম্প মডেল থেকে বিজ্ঞাপনচিত্রে, এরপর টিভি নাটকে অভিনয় শুরু করেন নিরব। সেখান থেকেই ডাক পান চলচ্চিত্রে। ২০০৯ সালে পরিচালক শাহীন-সুমনের ‘মন যেখানে হৃদয় সেখানে’ চলচ্চিত্র দিয়ে নিজের সিনেমাজীবন শুরু করেন। এখন পর্যন্ত ঢাকাই ছবির এই নায়কের ৩০টির মতো ছবি মুক্তি পেয়েছে। একাধিক চলচ্চিত্রের কাজ চলছে। দীর্ঘ অভিনয়জীবনে মালয়েশিয়ান ছবি ‘বাংলাশিয়া’তে কাজ করেছেন তিনি। এখন চলচ্চিত্রে অভিনয় তাঁর কাছে প্রাধান্য পায়। ফেসবুক পেজে এই তারকাকে প্রায় ছয় লাখ ভক্ত–অনুরাগী অনুসরণ করেন।
৮. জায়েদ খান (৫ লাখ ৭১ হাজার)
সিনেমার চেয়ে সিনেমার বাইরের কর্মকাণ্ড নিয়ে সবচেয়ে বেশি আলোচিত জায়েদ খান। সেই ২০০৬ সাল থেকে চলচ্চিত্রে কাজ করছেন তিনি। ১৯ বছরে তাঁর অভিনীত ছবির সংখ্যা ১৯। কোনো ছবিই তাঁকে সেই অর্থে আলোচনায় আনতে পারেনি। তবে জায়েদ খান সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে। জায়েদ খান এখন আছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। সেখানে তিনি নতুন একটি অনুষ্ঠান উপস্থাপনার কাজ করছেন। ফেসবুকে জায়েদ খানকে অনুসরণ করেন ৫ লাখ ৭১ হাজার ভক্ত–অনুরাগী।
৯. শরিফুল রাজ (৫ লাখ ৫ হাজার)
গত কয়েক বছরে ঢালিউডে সম্ভাবনার আলো দেখানো তারকাদের একজন শরিফুল রাজ। এই তারকাও বিনোদন অঙ্গনে শুরুটা করেছিলেন র্যাম্প মডেলিং দিয়ে। এরপর চলচ্চিত্র। ‘আইসক্রিম’ চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় নিজের পথচলার কথা জানান দেন। ‘ন–ডরাই’ দিয়ে তা আরও কয়েক ধাপ এগিয়ে নেন। এরপর ‘পরাণ’ ও ‘হাওয়া’ সিনেমা দিয়ে রাতারাতি তারকা বনে যান। ‘গুণিন’ সিনেমা দিয়ে দর্শকদের সামনে অন্যভাবে হাজির হন এই নায়ক। এরপর একাধিক সিনেমায় অভিনয় করেছেন। গত ঈদে মুক্তি পেয়েছে রাজ অভিনীত ‘ইনসাফ’ ছবিটি। সিনেমার বাইরে শরিফুল রাজ বেশি আলোচনায় আসেন আলোচিত ও সমালোচিত চিত্রনায়িকা পরীমনির সঙ্গে প্রেম–বিয়ে–ছাড়াছাড়ি ইস্যুতে। তবে সবকিছুকে ছাপিয়ে রাজ এখন সিনেমায় বেশি মনোযোগী। এই তারকা ফেসবুকে খুব একটা সক্রিয় নন। চিত্রনায়ক শরিফুল রাজের ভেরিফায়েড পেজে তাঁকে পাঁচ লাখের বেশি ভক্ত–শুভাকাঙ্ক্ষী অনুসরণ করেন।
১০. মামনুন ইমন (৩ লাখ ৪৭ হাজার)
মডেলিংয়ের পাশাপাশি টিভি নাটকে অভিনয় করতেন ইমন। ২০০৭ সালে তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ ছবির মাধ্যমে প্রথম চলচ্চিত্রে অভিনয়। একই বছর মুক্তি পায় ‘এক বুক ভালোবাসা’। এরপর তিন বছরের বিরতি। ২০১০ সালে ‘গহিনে শব্দ’ এবং ২০১২ সালে মুক্তি পাওয়া ‘লালটিপ’ ছবিতে অভিনয় করে দর্শকমহলে প্রশংসা কুড়ান। এরপর ‘পাসওয়ার্ড’ ও ‘বীরত্ব’ ছবিতে ইমনের অভিনয় প্রশংসিত হয়। এই মুহূর্তে তাঁর হাতে রয়েছে নতুন একাধিক ছবির কাজ। ২০২৪ সালে এই নায়ক ওয়েব ফিল্ম ‘মায়া’তে অভিনয়ের জন্য মেরিল–প্রথম আলো পুরস্কারের সমালোচক বিভাগে সেরা নায়কের পুরস্কার জিতেছেন। ফেসবুকে এই নায়ককে তিন লাখের বেশি ভক্ত–অনুরাগী অনুসরণ করেন।