Thank you for trying Sticky AMP!!

ক্ষোভ–অভিমান থেকে বিদায় নিলেন ইলিয়াস কাঞ্চন, বললেন অনেক কথা

ইলিয়াস কাঞ্চন

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিতে চাইছিলেন না ইলিয়াস কাঞ্চন। অনেক অনুরোধ শেষে তিনি নির্বাচনে অংশ নিতে রাজি হন। এরপর চলচ্চিত্র শিল্পীদের ভোটে সভাপতি নির্বাচিত হন। এর মধ্যে পেরিয়ে গেছে দুই বছরের মেয়াদ। চলচ্চিত্র শিল্পী সমিতির বার্ষিক বনভোজনে অনেক দুঃখ নিয়ে বিদায় নেওয়ার কথা জানান।

সম্প্রতি ঢাকার পার্শ্ববর্তী আশুলিয়াতে একটি বিনোদনকেন্দ্রে শিল্পী সমিতির পিকনিকে ইলিয়াস কাঞ্চন জানিয়েছেন, কমিটির নির্বাচিত সদস্যদের অসহযোগিতার কারণে এমনটা হয়েছে। এ আক্ষেপ নিয়ে সমিতি থেকে বিদায় নেন বলে জানান ইলিয়াস কাঞ্চন।

ইলিয়াস কাঞ্চন

২০২২ সালে শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক নিপুণের সঙ্গে সভাপতি পদে নির্বাচিত হন ইলিয়াস কাঞ্চন। শুরু থেকেই আলোচনায় পাশাপাশি কাঞ্চন নিপুণ পরিষদকে অনেক বেশি সমালোচনাও মোকাবিলা করতে হয়েছে। অভ্যন্তরীণ নানা কোন্দলের কারণে কমিটির নির্বাচিত ২১ জন সদস্যকে দুই বছরের মধ্যে একটি সভায়ও পাওয়া যায়নি। নির্বাচিত একাধিক সদস্যের সদস্যপদও প্রত্যাহার করা হয়। কেউ আবার নিজে থেকে কমিটি থেকে সরে আসার ঘোষণা দেন। ইলিয়াস কাঞ্চন বনভোজনে জানান, কমিটির নির্বাচিত সদস্যদের অসহযোগিতার কারণে এমনটা হয়েছে।

যেখানে ইলিয়াস কাঞ্চন সভাপতি, সেখানে কাঞ্চনের পাশে আপনারা দাঁড়ান না। এই দুঃখ নিয়ে সমিতি থেকে বিদায় নিচ্ছি। আজ আমাকে যদি অসম্মান করেন, তাহলে সেই অসম্মান কিন্তু আমার একার নয়, সেই অসম্মান পুরো শিল্পীসমাজের।
ইলিয়াস কাঞ্চন

ক্ষোভ প্রকাশ করে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘নির্বাচনের পর থেকেই সমিতির একটা পদ নিয়ে মামলা-মোকদ্দমা কত কিছু হয়েছে। কিন্তু শিল্পী সমিতি ও শিল্পীদের স্বার্থ তো আলাদা জিনিস। এই বিষয়ই কেউ বুঝতে চাইল না। আপনারা শিল্পীদের স্বার্থ কী করে ভুলে যান? যেখানে ইলিয়াস কাঞ্চন সভাপতি, সেখানে কাঞ্চনের পাশে আপনারা দাঁড়ান না। এই দুঃখ নিয়ে সমিতি থেকে বিদায় নিচ্ছি। আজ আমাকে যদি অসম্মান করেন, তাহলে সেই অসম্মান কিন্তু আমার একার নয়, সেই অসম্মান পুরো শিল্পীসমাজের, চলচ্চিত্র ইন্ডাস্ট্রির।’

Also Read: ওই পুলিশ কর্মকর্তা ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার করেছেন : মাহির গ্রেপ্তার প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন

যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করার আহ্বান জানিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, কারও কথা ও অর্থ দ্বারা প্ররোচিত হবেন না। টাকার লোভে পড়ে দুই বছরের জন্য সর্বনাশ করবেন না।
ইলিয়াস কাঞ্চন

আগামী এপ্রিলে শিল্পী সমিতির নির্বাচনে আর অংশ নেবেন না, এটা পরিষ্কার বলে জানান ইলিয়াস কাঞ্চন।

তিনি বলেন, ‘নির্বাচন না করলেও সব সময় সমিতি ও শিল্পীদের পাশে থাকব। এই শিল্পী সমিতি আমাদের সমিতি। আজ আমি যা কিছু, তার সবকিছু একজন শিল্পী হিসেবেই অর্জন করেছি। এই ইন্ডাস্ট্রি থেকেই অর্জন করেছি। সুখে-দুঃখে যখন প্রয়োজন হবে, তখন আমাকে পাবেন।’ যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করার আহ্বান জানিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, কারও কথা ও অর্থ দ্বারা প্ররোচিত হবেন না। টাকার লোভে পড়ে দুই বছরের জন্য সর্বনাশ করবেন না। আপনার বিবেককে প্রশ্ন করবেন, যাঁকে ভোট দেবেন, তিনি কি আপনার ও ইন্ডাস্ট্রির জন্য কাজ করবেন? শিল্পী সমিতি ও শিল্পীদের স্বার্থ যাঁরা পরিপূর্ণভাবে রক্ষা করবেন, তাঁদের বিবেচনা করবেন।’

Also Read: প্রতারণা করে শপথ নিয়েছেন জায়েদ খান: ইলিয়াস কাঞ্চন