‘একটু ছবি তুলে দাও,’ কাকে বললেন মেহজাবীন

আদনান আল রাজীবের সঙ্গে ফ্রান্সের কানে গিয়েছিলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। কান থেকে প্যারিস ও কানাডা ঘুরে এসেছেন তিনি।

আজ সোমবার দুপুরে কয়েকটি ছবি ফেসবুক পোস্ট করে মেহজাবীন লিখেছেন, ‘একটু ছবি তুলে দাও। ভার্টিক্যাল কিন্তু।’
ইনস্টাগ্রাম থেকে
স্বামী আদনান আল রাজীব সঙ্গে ছিলেন। ধারণা করা হচ্ছে, তাঁকেই উদ্দেশ করেই কথাটি বলেছিলেন মেহজাবীন চৌধুরী
ছবিগুলো প্যারিসের উপকণ্ঠ বেলভিলে তোলা
এক ঘণ্টার ব্যবধানে ১৪ হাজারেও বেশি রিঅ্যাক্ট পড়েছে। ছয় শতাধিক মন্তব্য এসেছে