জুলাইয়ের প্রথম সপ্তাহে কানাডার কিচেনার শহরে গেছেন দেশবরেণ্য অভিনয়শিল্পী ফরিদা আক্তার ববিতা। একমাত্র ছেলে অনিক পড়াশোনা শেষে এখন সেখানে স্থায়ীভাবে বসবাস করছেন। গত মাসের শেষ দিকে প্রথম আলোর সঙ্গে আলাপে ববিতা জানিয়েছিলেন, মা-ছেলে মিলে ঘুরতে যাবেন হ্যালিফ্যাক্সে। ঘোরাঘুরির কয়েকটি স্থিরচিত্র দেখে নেওয়া যাক: