ডন হক, সালমান শাহ্‌ ও সামিরা
ডন হক, সালমান শাহ্‌ ও সামিরা

সালমান হত্যা মামলা, খোঁজ মিলছে না সামিরা–ডনের

ঢালিউডের জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর আদালত অবশেষে হত্যা মামলা পরিচালনার নির্দেশ দিয়েছেন। মামলায় সাবেক স্ত্রী সামিরা হক, খল চরিত্রের অভিনয়শিল্পী ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। সামিরা যে ফোন নম্বর ব্যবহার করতেন, তা এখন বন্ধ পাওয়া যাচ্ছে। ডনকে টানা কয়েক দিন ফোনকল ও খুদে বার্তা দেওয়ার পরও তিনি কোনো সাড়া দেননি।