Thank you for trying Sticky AMP!!

শাকিব খানের অভিযোগ খতিয়ে দেখবে ডিবি

শাকিব খান

ধর্ষণের অভিযোগ তোলা চলচ্চিত্র প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে এবার লিখিত অভিযোগ দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা শাকিব খান। আজ রোববার বিকেলে অভিযোগ নিয়ে রাজধানীর মিন্টো রোডে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ে যান তিনি। ডিবি বলছে, শাকিবের অভিযোগ তদন্ত করে দেখা হবে।

Also Read: শাকিব খানের বিরুদ্ধে ‘ধর্ষণের’ অভিযোগ প্রযোজকের

‘অপারেশন অগ্নিপথ’–এর অন্যতম প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে শাকিব খানের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, শাকিব একটি লিখিত অভিযোগ নিয়ে এসেছিলেন। তাঁর দাবি, রহমত উল্লাহ প্রযোজক না হয়েও তাঁর বিরুদ্ধে আজেবাজে ও মিথ্যা বলছেন, প্রপাগান্ডা ছড়িয়েছেন। আমরা বলেছি, আপনি লিখিত আবেদন দিয়ে যান। আমরা অভিযোগ খতিয়ে ও তদন্ত করে দেখব।

Also Read: রাতে গুলশান থানায় শাকিব খান, মামলার আবেদন নেয়নি পুলিশ

ডিবির এই কর্মকর্তা জানান, তদন্তে রহমত উল্লাহর বিরুদ্ধে শাকিব খানের করা লিখিত অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

হারুন আর রশীদ বলেন, ‘শাকিব আমাদের কাছে আশঙ্কা প্রকাশ করেছেন, যাঁর বিরুদ্ধে তাঁর অভিযোগ, সেই প্রযোজক রহমত উল্লাহ দেশ ছেড়ে পালাতে পারেন—এ রকম কথা নাকি শুনেছেন তিনি। আমরা বলেছি, আমরা আপনার অভিযোগ তাৎক্ষণিক তদন্ত করে দেখব। বাংলাদেশে আছেন কি না, তা তদন্ত করে দেখা হবে।’

Also Read: ধর্ষণের অভিযোগ নিয়ে মুখ খুললেন শাকিব খান

গত বুধবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে শাকিব খানের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন রহমত উল্লাহ। অভিযোগে তিনি বলেন, ২০১৭ সালে অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার দৃশ্য ধারণের সময় একজন নারী সহপ্রযোজককে ধর্ষণ করেন শাকিব খান।

রহমত উল্লাহর নামে মানহানির মামলা করতে শনিবার রাতে গুলশান থানায় যান শাকিব। তবে পুলিশ মামলা না নিয়ে আদালতে মামলা করার পরামর্শ দেয়।

Also Read: শাকিব খানের বিরুদ্ধে ‘ধর্ষণের’ অভিযোগ: যা বললেন কাজী হায়াৎ ও নিপুণ