মারজুক রাসেল চিরকুমার সংঘের প্রধান আর অন্যরা?

বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে ২০০৮ সালে প্রচার হয়েছিল টেলিছবি ‘চিরকুমার সংঘ’। সে সময় ভালোবাসা দিবস উপলক্ষে প্রচারিত এই টেলিছবি দর্শক মহলে সাড়া পায়। এ সময়ে এসেও সেই টেলিছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চর্চা হয় দর্শকদের মধ্যে। দীর্ঘ ১৪ বছর পর ওই গল্পের সূত্রে তৈরি হচ্ছে ধারাবাহিক নাটক ‘চিরকুমার’
‘চিরকুমার’ নাটকের দৃশ্যে ফারিয়া শাহরিন। তিনি ইদানীং ‘ব্যাচেলর পয়েন্ট’ শিরোনামের একটি নাটকে অন্তরা চরিত্রে অভিনয় করে আলোচিত। ‘চিরকুমার’ নাটকে কোন চরিত্রে দেখা যাবে, সে ব্যাপারে কিছুই জানাননি পরিচালক ও এই অভিনেত্রী
পরিচালক জানিয়েছেন, নাটকটিতে নতুন এক চরিত্রে অভিনয় করছেন মারজুক রাসেল, যিনি চিরকুমার সংঘের প্রধান। এ নাটকে মারজুক রাসেলের চরিত্রের নাম চিকু ভাগ্যবান
প্রায় ১৪ বছর আগে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বানিয়েছিলেন টেলিছবি ‘চিরকুমার সংঘ’। প্রেমবঞ্চিত একটি কলোনির যুবকদের মজার কাহিনির কারণে নাটকটি তখন ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। অবশ্য ধারাবাহিক নাটকটি পরিচালনা করছেন তুহিন হোসেন। এটি নির্মাতার প্রথম ধারাবাহিক। নাটকটি লিখেছেন গোলাম রাব্বানী
নাটকে দেখা যাবে, প্রত্যেক মানুষই মনে মনে চিরকুমার, কেউ স্বীকার করে, কেউ করে না। এই দর্শন সবার মধ্যে ছড়িয়ে দিতে কাজ করে তাঁর সংঘ। চিরকুমারদের জীবনের মজার সব ঘটনা, ঘাত-প্রতিঘাতের গল্প নিয়ে এগিয়ে যাবে ধারাবাহিকটির গল্প
এ নাটকে অভিনয় করেছেন সালাহউদ্দিল লাভলু। তাঁর চরিত্রটি সম্পর্কে কোনো ধারণা এ মুহূর্তে দিতে চাইছেন না পরিচালক। তবে নিজের পরিচালিত প্রথম ধারাবাহিক নাটক প্রসঙ্গে পরিচালক তুহিন হোসেন বললেন, ‘প্রথম সিরিয়াল বলে কথা, তাই শুরু থেকে গল্প নির্বাচনে অনেক সময় নিয়েছি। এমন একটা গল্প চাচ্ছিলাম, যেটা বর্তমান সময়ের দর্শক এবং আমার যারা নিয়মিত দর্শক একটু ক্ল্যাসিক পছন্দ করেন, সবাইকে ছুঁতে পারে। নাট্যকার গোলাম রাব্বানীর সঙ্গে বারবার বসে আমরা একটা জায়গায় আসতে পেরেছি। সেখান থেকেই চিরকুমার। আমার মনে হয়, কাজটি পছন্দ করবে মানুষ। কারণ, শিল্পী–কলাকুশলীসহ টিমের সবাই কাজটি পছন্দ করেছেন। দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়
‘চিরকুমার’ ধারাবাহিক নাটকের একটি দৃশ্যে তরুণ অভিনেতা আরশ খান। এ মুহূর্তে নির্মাতারা এই তরুণ অভিনেতাকে নিয়ে বেশ কয়েকটি নাটক নির্মাণ করছেন
পরিচালক শরাফ আহমেদ জীবন অভিনয়ে নিয়মিত। চিরকুমার নাটকেও তাঁকে দেখা যাবে
‘চিরকুমার’ নাটকের একটি দৃশ্যে সালাহউদ্দিন লাভলু ও সহশিল্পী
পরিচালক তুহিন হোসেন জানালেন, বর্তমানে ঢাকার বিভিন্ন লোকেশনে চিরকুমার নাটকের শুটিং চলছে। আগামী ২ নভেম্বর থেকে প্রতি সপ্তাহে চার দিন এনটিভিতে নাটকটি প্রচার করা হবে।