Thank you for trying Sticky AMP!!

‘অথ গান্ধারী’ নাটকের মহড়ার দৃশ্য

মঞ্চে আসছে নতুন নাটক ‘অথ গান্ধারী’

মহাভারতের চরিত্র গান্ধারীকে নিয়ে ‘অথ গান্ধারী’ নামে নতুন নাটক নিয়ে আসছে নাট্যদল প্রগতি নাট্যম। নাটকটি রচনা ও নির্দেশনা দিচ্ছেন জাহারাবী রিপন। প্রগতি নাট্যমের এটি তৃতীয় প্রযোজনা।

এই মাসের শেষভাগে কিংবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঢাকার মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনের নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে। এতে প্রধান অতিথি হিসেবে রামেন্দু মজুমদারের থাকার কথা রয়েছে।
নাট্যকার ও নির্দেশক জাহারাবী রিপন গত সোমবার প্রথম আলোকে জানান, নভেম্বরের প্রথম সপ্তাহে নাটকের উদ্বোধনী প্রদর্শনীর কথা থাকলেও রাজনৈতিক অস্থিরতার কারণে তা পেছানো হয়েছে।

‘অথ গান্ধারী’ নাটকের মহড়ার দৃশ্য

ঢাকার তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে গত ছয় মাস ধরে নাটকের মহড়া চলছে। এতে নাটকে গান্ধারীর চরিত্রে অভিনয় করছেন সানজিদা আক্তার। এতে আরও অভিনয় করেছেন মিফতাহুল জান্নাত, অরুণ কুমার, আফসানা মীম প্রমুখ।

এই বছর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে রিপনের নাটকের বই অথ গান্ধারী। বইয়ের মুখবন্ধ লিখেছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য পবিত্র সরকার। ২০২১ সালে বইটি লিখেছেন তিনি।

Also Read: যুক্তরাষ্ট্রে মঞ্চনাটক ‘একটি চুরির গপ্পো’