জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে সোমবার মঞ্চস্থ বিবেকানন্দ থিয়েটারের উত্তরণ নাটকের দৃশ্য
জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে সোমবার মঞ্চস্থ বিবেকানন্দ থিয়েটারের উত্তরণ নাটকের দৃশ্য

নতুন বছরে ‘উত্তরণ’

বিবেকানন্দ থিয়েটারের নতুন নাটক ‘উত্তরণ’। অপূর্ব কুমার কুন্ডু রচিত নাটকটির নির্দেশনার পাশাপাশি এতে অভিনয় করছেন শুভাশীষ দত্ত। আজ সোমবার ঢাকার শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার মিলনায়তনে নাটকটির ১২তম মঞ্চায়ন হয়। এর মধ্য দিয়ে শেষ হয় বিবেকানন্দ থিয়েটারের তিন দিনব্যাপী ‘উত্তরণ বর্ষ নাট্যোৎসব’। তিন দিনে নাটকটির চারটি প্রদর্শনী হয়।
নির্দেশক জানান, যুক্তরাষ্ট্রের বিশ্ব ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দের প্রদত্ত বক্তৃতার অনেক কথার একটি কথা ছিল, ‘পাপী! মানুষকে পাপী বলাই সবচেয়ে বড় পাপ।’

জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে সোমবার মঞ্চস্থ বিবেকানন্দ থিয়েটারের উত্তরণ নাটকের দৃশ্য

একজন মানুষ উত্তরণ, যে তার পঙ্কিল জীবন থেকে ঘুরে দাঁড়াতে চায়, প্রচলিত পথভ্রষ্ট জীবন থেকে বেরিয়ে আসতে চায়, দুহাত দিয়ে কুয়াশার মতো ঘিরে ধরা অন্ধকারকে সরিয়ে আলোর পথের যাত্রী হতে চায়। কিন্তু মানুষের ভিড়ে, মানুষের নির্ধারিত অভিসম্পাতের মাঝে দাঁড়িয়ে উত্তরণরা কি শেষ পর্যন্ত ঘুরে দাঁড়াতে পারে। কেউ কি পথপ্রদর্শক হয়ে তাদের সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসার পথ দেখিয়ে দেয়।

জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে সোমবার মঞ্চস্থ বিবেকানন্দ থিয়েটারের উত্তরণ নাটকের দৃশ্য

উত্তরণদের কি শেষ পর্যন্ত জীবনে উত্তরণ দেখা দেয়—এই নিয়েই নাটক ‘উত্তরণ’।
নাট্যকার অপূর্ব কুমার কুন্ডু বলেন, ‘একদল পথভ্রষ্ট মানুষকে চোরাই পথের অলিগলি এড়িয়ে মর্যাদার রাজপথের যাত্রী হওয়ার অনুপ্রেরণায় অনুপ্রাণিত করে নাটকটি। নতুন বছরের প্রথম দিনে নাটকটির মঞ্চায়ন যুক্তিসংগত। আমাদের প্রত্যাশা, পথভ্রষ্ট মানুষ ফিরে আসবে সঠিক, সুন্দর পথে।’ গতকাল শেষ হয় বিবেকানন্দ থিয়েটারের তিন দিনব্যাপী ‘উত্তরণ বর্ষ নাট্যোৎসব’। তিন দিনে নাটকটির চারটি প্রদর্শনী হয়।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে শুভাশিষ দত্ত তন্ময়, শান্তনু সাহা, তারকনাথ দাস, অমিত সাহা, এ আর কিবরিয়া, আশরাফুল আরিয়ান, প্লাবন আহমদ, রতন মোহন বিশ্বাস, ফাহতিন মাহতাব হকসহ আরও অনেকে। নাটকটি নির্মাণের বিভিন্ন পর্বে মঞ্চ ফজ্জলে রাব্বি সুকর্ণ, আলো পলাশ হেন্ড্রী সেন, আবহে হামিদুর রহমান পাপ্পু, কোরিওগ্রাফি কামরুল হাসান ফেরদৌস, পোশাক-রূপসজ্জা ও নির্দেশনায় শুভাশীষ দত্ত।

জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে সোমবার মঞ্চস্থ বিবেকানন্দ থিয়েটারের উত্তরণ নাটকের দৃশ্য