সিডনির মিন্টোতে জমিদারবাড়ি রেস্তোরাঁয় গত শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো এ পুনর্মিলনী অনুষ্ঠান। প্রথম আলো
সিডনির মিন্টোতে জমিদারবাড়ি রেস্তোরাঁয় গত শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো এ পুনর্মিলনী অনুষ্ঠান। প্রথম আলো

সিডনিতে ‘কিত্তনখোলা’র পুনর্মিলনী

সিডনির নাট্যপ্রেমী বাঙালিদের এক আত্মিক সন্ধ্যায় রূপ নিল ‘সখের থিয়েটার’-এর আয়োজিত ‘কিত্তনখোলা’ নাটকের পুনর্মিলনী অনুষ্ঠান। সিডনির মিন্টোতে জমিদারবাড়ি রেস্তোরাঁয় গত শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো এ পুনর্মিলনী অনুষ্ঠান। স্থানীয় নাট্য সংগঠন সখের থিয়েটারের এই আয়োজনে নাট্যশিল্পীদের আবেগঘন উপস্থিতি ও দর্শকদের প্রাণবন্ত অংশগ্রহণ মিলিয়ে সৃষ্টি হয় এক ছোট্ট স্মৃতিময় মিলনমেলা।

অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশের মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া একটি হৃদয়বিদারক দুর্ঘটনার স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন সবাই। এরপর শাকিল চৌধুরী ও আফসানা রুচির সঞ্চালনায় শুরু হয় সন্ধ্যার আনুষ্ঠানিকতা। সখের থিয়েটারের নির্দেশক শাহীন শাহনেয়াজ নাটকের শিল্পীদের দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন, ভাগ করে নেন নানা স্মৃতির ঝাঁপি।

সাবেক ও বর্তমান শিল্পীদের কণ্ঠে ফিরে আসে রিহার্সালের দিনরাত্রি, মঞ্চের উল্লাস আর নাটকের অন্তরালের না বলা কাহিনি। শাওন, সাজু, হিল্লোল, মেহেদী, ফয়সাল, সায়েম, সুব্রত প্রমুখ নিজেরাই হয়ে ওঠেন একেকটি জীবন্ত চরিত্র।

সিডনির মিন্টোতে জমিদারবাড়ি রেস্তোরাঁয় গত শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো এ পুনর্মিলনী অনুষ্ঠান। প্রথম আলো

আলোচনায় উঠে আসে নাট্যকার সেলিম আল দীনের সৃষ্টিশীল দর্শন ও বাংলা নাটকের বাস্তববাদী রূপান্তরের কথা। সিডনির সাংস্কৃতিক পরিমণ্ডলের বিশিষ্টজন কণ্ঠশিল্পী সিরাজুস সালেকিন, বাংলাদেশের অভিনেতা মাজনুন মিজান, শেখ শামীম, নেহাল নিয়ামুল বারী প্রমুখ প্রবাসে নাট্য আন্দোলনের প্রয়োজনীয়তা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা তুলে ধরেন।

অনুষ্ঠানে সংগঠনটির সদস্য সিডনির ক্যান্টারব্যারি-ব্যাংকসটাউন সিটি কাউন্সিলের শিরিন আক্তারকে শুভেচ্ছা জানানো হয় ফুল দিয়ে।
পরিশেষে শাহীন শাহনেয়াজ বলেন, ‘এই মিলনমেলা শুধু “কিত্তনখোলা”র স্মরণ নয়, এটি প্রবাসে বাংলা নাট্যচর্চার প্রতি আমাদের অঙ্গীকার। আমরা ভবিষ্যতে আরও কাজ করতে চাই, যেন নাটক আমাদের নতুন প্রজন্মেরও ভাষা হয়ে ওঠে।’

শেষ পর্বে ছিল কেক কাটা, নৈশভোজ ও সিডনির স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।