ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। আঁখি আলমগীর, রুনা খান, সাইমন সাদিক, সুনেরাহ ও আসিফ ইকবালদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
গত বৃহস্পতিবার লন্ডনে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী সঞ্জয় কাপুর। এই সঞ্জয় ছিলেন ভারতের অন্যতম প্রভাবশালী শিল্পপতি। তাঁর সম্পদের পরিমাণ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। জানা গেছে, সঞ্জয় কাপুরের সম্পত্তির পরিমাণ ছিল ১ দশমিক ২ বিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় যা প্রায় ১০ হাজার ৩০০ কোটি রুপি)। ফোর্বস সাময়িকীর জরিপে তিনি বিশ্বের ২৭০৩তম ধনী ব্যক্তি ছিলেন। এ ধরনের খবর থেকে মুক্তি চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন গায়িকা আঁখি আলমগীর। তিনি ফেসবুকে লেখেন, ‘কারিশমা কাপুরের সাবেক স্বামী কত হাজার কোটি টাকা রেখে গেলেন, কে কত পরিমাণ পাবেন, এই নিউজ দেখতে দেখতে আমাদের মস্তিষ্ক এবং চেহারা খারাপ হয়ে যাচ্ছে। তাই মুখে মাস্ক লাগানো জরুরি হয়ে পড়েছে। লোকি (পোষা বিড়াল) তো মহা বিরক্ত, তাকেও আদর আহ্লাদ দিয়ে ধৈর্য ধরতে বলা হচ্ছে। আমরা এই নিউজ থেকে আপাতত মুক্তি চাই।’
বিজ্ঞাপন
একসময়ের জনপ্রিয় গীতকবি আসিফ ইকবাল কয়েক বছর ধরে নিয়মিত সিনেমায় গান লিখছেন। ‘ও প্রিয়তমা’, ‘রাজকুমার’, ‘মেঘের নৌকা’, ‘মায়া’সহ গত কয়েক বছরের আলোচিত সব সিনেমায় রয়েছে তাঁর লেখা গান। এই গীতিকার তাঁর ফেসবুকে লিখেছেন, ‘মানসিক দক্ষতা আপনাকে বুঝে–শুনে ঝুঁকি নিয়ে ব্যর্থতা এড়িয়ে সফলভাবে লক্ষ্য অর্জনে সাহায্য করে।’
বিজ্ঞাপন
হইচইয়ে মুক্তি পেয়েছে অমিতাভ রেজা চৌধুরীর ‘বোহেমিয়ান ঘোড়া’। এই সিরিজে অভিনয় করে প্রশংসা কুড়াচ্ছেন অভিনেত্রী রুনা খান। এর মধ্যে ছুটির আমেজে সময় কাটছে তাঁর। ঈদে ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছেন রুনা খান। এর আগে হাডসন নদীর তীর থেকে কয়েকটি ছবি পোস্ট করেছিলেন। আজ কয়েকটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘লিংকন মেমোরিয়াল এবং আশেপাশে...!’নাট্যকার ও পরিচালক মাসুম রেজা যুক্তরাষ্ট্রের ম্যানহাটানে তোলা স্থিরচিত্রটি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘ম্যানহাটানের দিগন্তরেখা পেছনে রেখে ছবি তোলার খুব ইচ্ছে ছিল..। পূরণ হলো আজ...সাথে বোনাস হিসেবে ব্রুকলিন ব্রিজের এপার থেকে ওপার হেঁটে যাওয়াটাও হলো...। তবে এই জায়গাটার রাতের দৃশ্য অভূতপূর্ব...।’কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রে আছেন চিত্রনায়ক সাইমন সাদিক। দেশের বাইরে থাকলেও দেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এই তারকা। শাকিব খানের সঙ্গে স্থিরচিত্রটি পোস্ট করে সাইমন লিখেছেন, ‘আমাদের শাকিব ভাই কিন্তু আধুনিক সুলতান সুলেমান। ছবি পুরোনো হলেও সংরক্ষণ করলাম নতুন আয়োজনে।’সংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক নির্ঝর চৌধুরী নিজের এই স্থিরচিত্র পোস্ট করে ক্যাপশনে জুড়ে দিয়েছেন এই দুটি লাইন, ‘গোধুলিগগনে মেঘে ঢেকেছিল তারা, আমার যা কথা ছিল হয়ে গেল সারা...।’গত ঈদে ‘দাগি’ ছবিতে অভিনয় করে আলোচিত সুনেরাহ বিনতে কামাল। এবার ঈদে উৎসব ছবিতে অভিনয় করেও আলোচিত এই তারকা। কাজের পাশাপাশি ঘোরাঘুরি করতে পছন্দ সুনেরাহর। এই স্থিরচিত্র পোস্ট করে ক্যাপশনে জুড়ে দিয়েছেন এই লাইনগুলো, ‘মেঘ ঝরেছে আজ, রেখো না কোনো কাজ, হাতড়ে বেড়াতে শিখে নাও হে পথিক, গাঙ আজ রূপ নিয়েছে মহাসমুদ্রে।’