ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। নাটক, সিনেমা ও সংগীত অঙ্গনের তারকাদের ফেসবুক পোস্টগুলো কখনো বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
‘তাণ্ডব’ সিনেমা দিয়ে এখন আলোচনায় রয়েছেন শাকিব খান। সিনেমাটির একটি দৃশ্যের ছবি পোস্ট করে এই চিত্রনায়ক লিখেছেন, ‘লাখো স্বপ্ন, হাজারো চেষ্টা, আর শুধুমাত্র একজন হয়ে যায় নাম্বার ওয়ান।’নাট্যকার মাসুম রেজা লিখেছেন, ‘যেখানেই যাই সেখানেই দেশ নাটক, যুক্তরাষ্ট্রের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারের সামনে জুটে গেলাম আমরা তিনজন। এখানে নিত্যপুরাণের শো ১৪ ও ১৫ জুন। এখন চলছে প্রস্তুতি।’
বিজ্ঞাপন
পারিবারিক গল্পের নাটক ‘মায়াডোর’। নাটকটির প্রচারণায় অভিনেতা পার্থ শেখ লিখেছেন, ‘মাতৃত্ব শুধু জন্ম দেওয়ার নাম নয়। মাতৃত্ব মানে বুকের সমস্ত ভালোবাসা উজাড় করে দেওয়া, নাটক “মায়াডোর” উপভোগ করুন।’ এটি পরিচালনা করেছেন ইমরাউল রাফাত।
বিজ্ঞাপন
সংগীতশিল্পী ধ্রুব গুহ লিখেছেন, ‘কারও অতিরিক্ত ভালোবাসা বা সম্মান দেখেই যেন আমরা আবেগে ভেসে না যাই। বাস্তবতা হলো—এই ধরনের আচরণ অনেক সময়ই কোনো না কোনো স্বার্থ বা দুরভিসন্ধির ইঙ্গিত বহন করে। অতএব, সাবধান থাকা ও বিচক্ষণ সিদ্ধান্ত নেওয়া খুবই জরুরি। আবেগের জায়গায় যেন বুদ্ধি প্রাধান্য পায়।’খল অভিনেতা মিশা সওদাগর লিখেছেন, ‘আপনার কোনো একটা কথা বা ভাবনা বা দর্শন অথবা উপদেশ যদি কাউকে উপকৃত করে। তাহলে মনে রাখবেন, আপনি একটা ভালো কাজ করেছেন, সেটা করুন। মানুষকে ভালোবাসুন।’ ‘তাণ্ডব সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিল ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘রায়হান রাফী, তাণ্ডব ব্লকবাস্টার হওয়ার পর।’ ছবিতে দেখা যায়, রায়হান রাফীর পাশে রয়েছেন অভিনেত্রী জয়া আহসান, সাবিলা নূর, নাবিলা, মেঘলা মুক্তা ও গায়িকা জেফার রহমান।’