Thank you for trying Sticky AMP!!

কেমন হবে ‘অ্যাভাটার-২’ সিকুয়েলের রাজ্য, ছবিতে দেখে নিন

সারা বিশ্বের দর্শক-কাঙ্ক্ষিত সিনেমা ‘অ্যাভাটার-দ্য ওয়ে অব ওয়াটার’। সিনেমাটি নিয়ে দর্শকদের উন্মাদনার শেষ নেই
জেমস ক্যামেরুন পরিচালিত সিনেমাটির জন্য দর্শকদের ১৩ বছরের অপেক্ষার পালা শেষ হচ্ছে
গতকাল সোমবার ‘অ্যাভাটার-২’ সিনেমার সিকুয়েলের প্রথম ঝলক ট্রিজার ট্রেলার মুক্তি পেয়েছে
২০১৪ সালের সিনেমাটি মুক্তির কথা থাকলেও পরে কাজ অসম্পূর্ণ থাকায় সাতবার মুক্তির পরিকল্পনা পিছিয়ে যায়
মিশেল ইয়েহ, জো সালদানা, স্যাম ওয়ার্থিংটন, কেট উইন্সলেট প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন
সিনেমাটির ধরন অ্যাকশন, অ্যাডভেঞ্চার, সায়েন্স ফিকশন, থ্রিলার
সিকুয়েলটির ঘোষণা দেওয়া হয়েছিল ২০০৯ সালে। সিনেমার পরিচালক জেমস ক্যামেরুন ২০১৪ সালে মুক্তির ঘোষণা দিলেও চেয়েছিলেন এক বছর পিছিয়ে ২০১৫ সালে মুক্তি দিতে
‘অ্যাভেটার-২’ দিয়ে বিশ্ব সিনেমায় প্রথমবারের মতো শুরু হচ্ছে হাই ফ্রেম রেট। স্বাভাবিক ২৪/২৫ ফ্রেম রেট হলেও এই ছবিতে থাকবে ৪৮ বা ৬০ এফপিএস (ফ্রেম পার সেকেন্ড)।
সিনেমাটির বাজেট ২৫০ মিলিয়ন ডলার
সিনেমাটি ১৬ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে