Thank you for trying Sticky AMP!!

ট্রাম্পের কাছে তিন প্রশ্ন ডেমি লোভাটোর

ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে ‘দ্য লায়ার টুইটস টুনাইট’ শিরোনামে একটি প্যারোডি গান। এই গানের বক্তব্য একটাই, ‘ভোট হিম অ্যাওয়ে’। এই ‘হিম’ অন্য কেউ নন, ডোনাল্ড ট্রাম্প। ডেমি লোভাটো মুক্তি দিয়েছেন ‘কমান্ডার ইন চিফ’ শিরোনামে একটি গান। স্বাভাবিকভাবেই গানটিকে মোটেই ভালো চোখে দেখছে না ট্রাম্পশিবির। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে ডেমি লোভাটো জানান, ট্রাম্পকে কয়েকটি প্রশ্ন নিয়েই নাকি এই গান।

ট্রাম্পকে কয়েকটি প্রশ্ন নিয়েই নাকি ডেমি লোভাটো এই গান।

ডেমি বলেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তিনটি প্রশ্ন করার আমার অনেক দিনের ইচ্ছা। হঠাৎ মনে হলো, এই প্রশ্নগুলো দিয়ে যদি একটি গান বানাই কেমন হয়! তখন সেটি লাখো মানুষের প্রশ্ন হয়ে দাঁড়াবে। নির্বাচন সামনে রেখে উনি কেবল আমার নন, সবার কাছ থেকে উত্থাপিত এই প্রশ্নের উত্তর দিতে বাধ্য। প্রশ্নগুলো এমন, মানুষ অন্যায়–অবিচার দেখতে দেখতে ক্লান্ত। আপনি আর কত মিথ্যা কথা বলবেন? মানুষ ভালো নেই। এমন আমেরিকায় বেঁচে থাকতে, নিশ্বাস নিতে আপনার কেমন লাগছে? আর আপনি কি আদৌ জানেন, সত্যিটা কী?’

লোভাটো বলেন, ‘তারকাদের বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে যে আপনি যা–ই বলেন না কেন, সমালোচিত হবেন।’

প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রশ্ন করে গান! সমালোচনা বা নেতিবাচকতার ভয় কাজ করেনি? এমন প্রশ্নে লোভাটো বলেন, ‘তারকাদের বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে যে আপনি যা–ই বলেন না কেন, সমালোচিত হবেন। টেইলর সুইফট এর ভালো উদাহরণ। তিনি যখন রাজনৈতিক বক্তব্য দেননি, তখন কেন দেননি, তা হয়েছে সমালোচনার বিষয়। আর এখন তিনি শিল্পকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। অধিকার নিয়ে কথা বলছেন। এখন সমালোচনা হচ্ছে যে তিনি শিল্পী, শুধু গাইবেন। তাঁর এত রাজনৈতিক “বিতর্কিত” বক্তব্য দেওয়ার দরকার কী!’

সামাজিক কাজেও অংশগ্রহণ করছেন ডেমি লোভাটো

সামাজিক কাজেও অংশগ্রহণ করছেন ডেমি লোভাটো। দীর্ঘদিন উদ্বিগ্নতা, বিষণ্নতার মতো মানসিক সংকট নিয়ে লড়েছেন। আবার ‘ওকে নট টু বি ওকে’ গানের মাধ্যমে মানসিক অসুস্থতায় ভোগা মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। তিনি মনে করেন, মানসিক স্বাস্থ্য খুবই জরুরি। এ জন্য একটা সংগঠন আর তাহবিলও সংগ্রহ করেছেন।