ক্যারিয়ারে হঠাৎ করেই যুক্ত হওয়া হলিউড সিনেমায়। শুরুতেই পেয়ে যান আলাদিন নামে একটি চরিত্র। সেই চরিত্র দিয়ে এখনো ভক্তদের কাছে মাসুদের পরিচয় ‘আলাদিন মাসুদ’ নামে। উইল স্মিথের সঙ্গে ‘আলাদিন’ নামের সিনেমাতেই তাঁকে দেখা গিয়েছিল। সেই অভিনেতা মাসুদের আজ জন্মদিন। তাঁকে নিয়ে জেনে নিতে পারেন জানা–অজানা তথ্যগুলো। কে এই মাসুদ?
