সেই মাসুদ এখন হলিউড সিনেমার অভিনেতা, চিনেছেন তাঁকে

ক্যারিয়ারে হঠাৎ করেই যুক্ত হওয়া হলিউড সিনেমায়। শুরুতেই পেয়ে যান আলাদিন নামে একটি চরিত্র। সেই চরিত্র দিয়ে এখনো ভক্তদের কাছে মাসুদের পরিচয় ‘আলাদিন মাসুদ’ নামে। উইল স্মিথের সঙ্গে ‘আলাদিন’ নামের সিনেমাতেই তাঁকে দেখা গিয়েছিল। সেই অভিনেতা মাসুদের আজ জন্মদিন। তাঁকে নিয়ে জেনে নিতে পারেন জানা–অজানা তথ্যগুলো। কে এই মাসুদ?
এই অভিনেতার পছন্দের অভিনেতাদের একজন ছিলেন উইল স্মিথ। মাসুদ কখনো কল্পনাই করেননি পছন্দের তারকার সঙ্গে অভিনয় করবেন। ২০১৯ সালে তাঁকে সেই সুযোগ করে দিয়েছিল ‘আলাদিন’ সিনেমাটি
ছবি: ফেসবুক থেকে
অভিবাসী হিসেবে পরিবারের সঙ্গে শৈশবেই কানাডা চলে আসেন মাসুদ। পরবর্তী সময়ে তিনি থিয়েটার নিয়ে পড়াশোনা শুরু করেন। চেয়েছিলেন মঞ্চ নাটক নিয়েই থাকতে
থিয়েটারে পড়াশোনা হলেও ভেবেছিলেন মূলধারার অভিনয়ে যুক্ত হওয়া কঠিন। কারণ, হলিউড সিনেমায় জায়গা করে নেওয়া সহজ নয়। তবে বৈচিত্র্যপূর্ণ কাজ তাঁকে টানত। সেভাবেই তিনি ছোট ছোট চরিত্রে সুযোগ পান। সেগুলোকে কাজে লাগান
বিশ্বব্যাপী তিনি আলোচনায় আসেন ‘আলাদিন’ সিনেমার আলাদিন চরিত্রে অভিনয় করে। সিনেমাটি বক্স অফিসে বিলিয়ন ডলার আয় করে রেকর্ড গড়ে। হলিউডে ভাগ্য খুলে যায় মাসুদের
এই মাসুদের শৈশব কেটেছে মিসরের কায়রো শহরে। পরে বাধ্য হয়েই শৈশবে অভিবাসী হয়ে কানাডায় আশ্রয় নিতে হয়। তাঁর জন্ম ১৭ সেপ্টেম্বর ১৯৯১ সালে
তিনি প্রাণীদের অধিকার নিয়েও কাজ করে আলোচিত হয়েছেন। বর্তমানে তিনি ‘ডানিয়েল’, ‘দ্য আমেরিকান স্প্রিং’সহ তিন সিনেমার কাজ নিয়েই ব্যস্ত