নির্বাক চলচ্চিত্রের প্রাণভোমরা চার্লি চ্যাপলিনের ব্যক্তিগত জীবনটাও ঘটনাবহুল। সিনেমার চেয়ে কোনো অংশে কম নয়। ১৩৬তম জন্মদিনে আজ এই কিংবদন্তি অভিনেতার প্রেম ও বিয়ে অধ্যায়ে আলো ফেলা যাক।
বিনোদন ডেস্ক
১৯১৮ সালের জুলাইয়ে অভিনেত্রী মিলড্রেড হ্যারিসকে বিয়ে করেন ২৭ বছর বয়সী চ্যাপলিন। মিলড্রেডের বয়স ছিল ১৭ বছর। দুই বছরের ব্যবধানে ১৯২০ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়
বিজ্ঞাপন
এরপর ১৯২৪ সালে ‘দ্য গোল্ড রাশ’ সিনেমার শুটিংয়ের সময়ে অভিনেত্রী লিটা গ্রের প্রেমে পড়েছেন চ্যাপলিন। ৩৫ বছর বয়সে লিটাকে বিয়ে করেন চ্যাপলিন। ১৯২৭ সালে বিচ্ছেদ ঘটে তাঁদের
বিজ্ঞাপন
১৯৩৬ সালে ‘মডার্ন টাইম’-এর শুটিংয়ের মধ্যে অভিনেত্রী পলেট গডার্ডের সঙ্গে প্রেমে জড়ান চার্লি চ্যাপলিন। বিয়েও করেন, সেই বিয়েও টেকেনিতিন বিচ্ছেদের পর চতুর্থবারের মতো জীবনে বসন্তের দেখা পান এই অভিনেতা। ১৮ বছরের উওনা ও’নিলকে বিয়ে করেন। তখন চ্যাপলিনের বয়স ছিল ৫৪ বছর। তখন চ্যাপলিন বলেছিলেন, জীবনের সেরা সুখ খুঁজে পেয়েছেন। উওনা ও’নিলের মধ্যে তিনি সত্যিকার জীবন খুঁজে পেয়েছিলেন। তাঁরা যেন এক আত্মা হয়ে গিয়েছিলেন