লস অ্যাঞ্জেলেসের দাবানল: তারকারা কে কত সহায়তা করলেন

লস অ্যাঞ্জেলেসের দাবানলে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। ছড়িয়ে পড়া দাবানল এখনো নিয়ন্ত্রণে আসেনি। তারকাদের বাড়ি, স্টুডিওসহ পুড়ে তছনছ হয়েছে হাজারো সাধারণ মানুষের বসতবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান। বিপর্যয়ের মুখে দেশটির তারকারা সরাসরি অর্থসহায়তাসহ নানাভাবে পাশে থাকার কথা জানিয়েছেন। এই বিপর্যয়ে প্রযোজনা প্রতিষ্ঠান ও তারকারা কে কত সহায়তা করলেন, দেখে নিতে পারেন....
জনপ্রিয় পপ গায়িকা বিয়ন্সে তাঁর বেগুড চ্যারিটি ফাউন্ডেশন থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্গঠনে সহায়তায় এগিয়ে এসেছেন। তিনি ২ দশমিক ৫ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিয়েছেন।
ছবি: আইএমডিবি
অস্কারজয়ী অভিনেত্রী জামি লি কার্টিস ক্ষতিগ্রস্তদের সহায়তায় এক মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা করেছেন।
এক দিন আগেই প্রযোজনা প্রতিষ্ঠান ডিজনি ১৫ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দেয়। তারা ক্ষতিগ্রস্তদের পাশে নানাভাবে সহায়তা দিয়ে এগিয়ে আসতে চায়।
যুক্তরাষ্ট্রের রেকর্ডিং কোম্পানির মধ্যে শীর্ষ প্রতিষ্ঠানের একটি দ্য ওয়ার্নার মিউজিক গ্রুপ। তারা এক মিলিয়ন ডলার সহায়তা করছে।
আরেক প্রযোজনা প্রতিষ্ঠান প্যারামাউন্ট গ্লোবাল এক মিলিয়ন ডলার সহায়তা দিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার কথা জানিয়েছে। পাশে থাকার ঘোষণা দিয়েছে অ্যাপলসহ বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠান।
মিডিয়া ব্যক্তিত্ব প্যারিস হিলটনের নিজের বাড়িও দাবানলে পুড়েছে। তিনিও এক লাখ ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। এ ছাড়া আরও অনেক তারকা তহবিল গঠন নিয়ে কাজ করছেন।