
চার দশক ধরে অভিনয় করে চলেছেন, সময়ের অন্যতম সেরা অ্যাকশন তারকা তিনি। দর্শক তাঁকে মনে রেখেছে ‘টপ গান’ আর ‘মিশন: ইমপসিবল’ তারকা হিসেবেই। এই ওটিটির যুগের দর্শক যখন অনেকটাই প্রেক্ষাগৃহবিমুখ তখন টম ক্রুজ সেই বিরল তারকাদের একজন, যাঁদের টানে হলে ছুটে আসেন দর্শকেরা। আজ ৬৩ বছর বয়সে পা দিলেন এই হলিউড তারকা। টম ক্রুজের জন্মদিন উপলক্ষে ই! নিউজ, আইএমডিবি অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে জানা-অজানা কিছু তথ্য-