বিচ্ছেদ, বয়স, উচ্চতাসহ ৭টি প্রশ্নের মুখোমুখি বেশি হতে হয়

অভিনেত্রী ও যুক্তরাষ্ট্রে মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে পরিচিত কাইলি জেনার। মাত্র ২১ বছর বয়সেই তিনি বিলিয়ন ডলার আয় করে রেকর্ড গড়েন। ক্যারিয়ারের শুরু থেকেই তিনি আলোচিত। পরিচিতি পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে ভক্তদের কৌতূহল বাড়ে। কাইলিকে সবচেয়ে বেশি ৭টি প্রশ্নের মুখোমুখি হতে হয়।
কাইলির প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জনের শেষ নেই। আরেক জনপ্রিয় অভিনেতা টিমোথি শ্যালামের সঙ্গে প্রেমের খবর ছড়িয়েছিল। ইদানীং শোনা যাচ্ছে, তাঁদের সম্পর্ক ভালো যাচ্ছে না। এ নিয়ে ভক্তরা বেশি জানতে চান। তাঁদের ব্রেকআপ হচ্ছে কি না, এটাও থাকে ভক্তদের প্রশ্ন। এমনটা সরাসরি গুগলে লিখেও জানতে চান ভক্তরা
ছবি: কোলাজ
তিনি কত টাকার মালিক? প্রশ্নটি নিয়মিত শুনতে হয়। বর্তমানে তিনি ৬৭০ মিলিয়ন ডলারের মালিক। আয়ে বিশ্বের শীর্ষ তারকাদের একজন
এই অভিনেত্রীর উচ্চতা কত? এ নিয়েও প্রশ্ন শুনতে হয়। ভক্তরাও তাঁর উচ্চতা নিয়ে জানতে গুগলে ঢুঁ মারেন। তাঁর উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি
তাঁর সন্তান কয়টা? এ নিয়ে ঘন ঘন ভক্তরা জানতে চান। এই অভিনেত্রীর দুই সন্তান
তাঁর জন্ম কি যুক্তরাষ্ট্রে? এ নিয়েও ভক্তরা জানতে চান। কাইলি জেনারের জন্ম ক্যালিফোর্নিয়া রাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে
তাঁর বয়স কত? অল্প সময়ে বিলিয়নিয়ার হওয়ায় বয়স সম্পর্কে ভক্তদের আগ্রহ রয়েছে। আজ তাঁর ২৮তম জন্মদিন। ২৮–এ পা দিলেন তিনি। ১৯৯৭ সালে তাঁর জন্ম
তাঁর আলোচিত অনুষ্ঠানের নাম কী? সেটাও খোঁজেন ভক্তরা। তিনি সবচেয়ে বেশি আলোচিত হন ‘কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ানস’ টিভি সিরিজ দিয়ে