পর্দায় তাঁর উপস্থিতি মানেই এক অন্য রকম গাম্ভীর্য আর অভিনয়ের নিপুণতা। তিনি যেমন ‘দ্য লেফটওভারস’-এ শোকাতুর নোরার চরিত্রে দর্শককে কাঁদিয়েছেন, তেমনি ‘গন গার্ল’ বা ‘অ্যাভেঞ্জার্স’-এর মতো ব্লকবাস্টার সিনেমায় নিজের জাত চিনিয়েছেন। বলছি হলিউড অভিনেত্রী কেরি কুনের কথা। আজ এই তারকার জন্মদিন। এই অভিনেত্রীকে প্রায়ই ব্যক্তিগত নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়। সেগুলো দেখে নিতে পারেন ছবিতে।
