আমার স্বপ্ন, বাংলা সিনেমাকে বিশ্বমঞ্চে নিয়ে যাওয়া: শাকিব খান

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। অভিনয়শিল্পী শাকিব খান, পড়শী, প্রিয়ামদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
শাকিব খান ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘সিনেমা ক্যারিয়ারে আমার সিলভার জুবিলি, সময়টা শুধু একটি মাইলফলক নয়, বরং আগামীর দিনে আরও কঠোর পরিশ্রম করে আরও ভালো গল্প উপহার দেওয়ার অনুপ্রেরণা। আমার স্বপ্ন, বাংলা সিনেমাকে বিশ্বমঞ্চে নিয়ে যাওয়া। আমার প্রিয় দর্শকদের অফুরন্ত ভালোবাসা ও সমর্থন ছাড়া এই যাত্রা কখনোই সম্ভব হতো না। হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ! এই বিশেষ সময়ে আমাকে সম্মান জানাবার জন্য আন্তরিক কৃতজ্ঞতা দ্য ডেইলি স্টার-এর প্রতিও।’
ছবি: ফেসবুক থেকে
পরিচালক চয়নিকা চৌধুরীর বোন তমালিকা কর্মকার হঠাৎ করেই ঢাকায় এসেছেন। তাঁর সঙ্গে ছবি পোস্ট করে চয়নিকা লিখেছেন, ‘এবারের পূজায় সবচেয়ে বড় উপহার হঠাৎ করে এমন! আমরা কেউ জানি না। দরজা খুলতেই সবাই অবাক! আমরা ভাগ্যবান এখনো মা–বাবা আছেন। কিন্তু খুব অসুস্থ। আজ তার আগমনে সবাই খুব খুশি। এই খুশি কেনা যায় না।’
তরুণ অভিনেত্রী প্রিয়াম অর্চি সিনেমা নিয়ে সুখবর দিলেন। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘কিউ পরিচালিত আমাদের সিনেমাটি ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে আমেরিকার সিয়াটলে আয়োজিত সাউথ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সিনেমা আয়োজন “তাসভীর ফিল্ম ফেস্টিভ্যাল”-এ। উৎসবের সমাপনী সিনেমা হিসেবে আগামী ১২ অক্টোবর “দেশলাই” প্রদর্শিত হবে। সিয়াটলে থাকা বন্ধুদের আমন্ত্রণ।’
অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা মেয়েদের সঙ্গে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘আমার তো প্রতিদিনই কন্যাদের দিন। প্রতিটি মুহূর্তেই কলিজা নিংড়ানো আদর ভালোবাসা সব কন্যাদের জন্য। হৃৎপিণ্ডের সব ধুকপুক টাপুরটুপুরের জন্য। আমার স্বপ্নের চেয়েও বড় তারা, আকাশের মতোই অসীম। ভালোবাসি মা তোমাদের! পৃথিবীর সব কন্যাদের জন্য শুভেচ্ছা, ফুল হয়ে ফুটুক সব ভালোবাসা, ধ্বংস হোক অকল্যাণ, অমঙ্গল।’
গায়িকা পড়শী ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘তোর খুশিতেই আমি জিতে যাই; কখনো যে হারি না।’