অভিনয়ের ফাঁকে কিংবা অভিনয় থেকে ছুটি নিয়ে সুযোগ পেলেই ভ্রমণে বেরিয়ে পড়েন অভিনেত্রী কেয়া পায়েল। দেশ–বিদেশ ঘোরা তাঁর নেশার মতো। এ বছর যেন অভিনয়ের চেয়ে ভ্রমণেই তাঁকে বেশি ব্যস্ত দেখা গেছে। কখনো নায়াগ্রা, কখনো পোখরা—আজ আবার ছবি পোস্ট করে লিখেছেন, ‘হিমালয়ে’। নানা রূপের কেয়াকে দেখুন ২০ ছবিতে।
