
ঈদুল আজহায় মুক্তি পেয়েছে মিঠু খান পরিচালিত ‘নীলচক্র’। ছবিতে জুটি হয়েছেন আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী। ছবির মুক্তি উপলক্ষে বিভিন্ন প্রেক্ষাগৃহে ছুটছেন মন্দিরা। ফেসবুকে সেসবের আপডেটও জানাচ্ছেন। আরিফিন শুভর সঙ্গে ছবিগুলো পোস্ট করে মন্দিরা লিখেছেন, এই যে পাশে এলে, এই যে কাছে এলে। একনজরে দেখে নেওয়া যায় আরিফিন শুভর সঙ্গে মন্দিরার পোস্ট করা সেসব স্থিরচিত্র