মন্দিরা চক্রবর্তী ও আরিফিন শুভ
মন্দিরা চক্রবর্তী ও আরিফিন শুভ

শুভর সঙ্গে ছবি পোস্ট, মন্দিরা বললেন—এই যে পাশে এলে, এই যে কাছে এলে

ঈদুল আজহায় মুক্তি পেয়েছে মিঠু খান পরিচালিত ‘নীলচক্র’। ছবিতে জুটি হয়েছেন আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী। ছবির মুক্তি উপলক্ষে বিভিন্ন প্রেক্ষাগৃহে ছুটছেন মন্দিরা। ফেসবুকে সেসবের আপডেটও জানাচ্ছেন। আরিফিন শুভর সঙ্গে ছবিগুলো পোস্ট করে মন্দিরা লিখেছেন, এই যে পাশে এলে, এই যে কাছে এলে। একনজরে দেখে নেওয়া যায় আরিফিন শুভর সঙ্গে মন্দিরার পোস্ট করা সেসব স্থিরচিত্র
চ্যানেল আইয়ের রিয়েলিটি শো সেরা নাচিয়ে-তে অংশ নেওয়ার পর বিনোদন অঙ্গনে কাজ শুরু করেন মন্দিরা চক্রবর্তী। গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’ ছবিটি তাঁকে আলোচনায় নিয়ে আসে। এরপর অনেকে তাঁকে ‘কাজলরেখা’ নামেও ডাকে বলে জানান। এবার ঈদে মুক্তি পেয়েছে তাঁর দ্বিতীয় চলচ্চিত্র ‘নীলচক্র’। এতে তিনি অভিনয় করেছেন আরিফিন শুভর বিপরীতে।
মাঝে বেশ কয়েক মাস যুক্তরাষ্ট্রে ছিলেন মন্দিরা চক্রবর্তী। ছবি মুক্তির আগে দেশে ফিরে আসেন। আরিফিন শুভর সঙ্গে জোরেশোরে প্রচারণায় নামেন। মুক্তির পর বিভিন্ন প্রেক্ষাগৃহে ছুটে যাচ্ছেন, কথা বলছেন সাধারণ দর্শকদের সঙ্গেও।
মন্দিরা অভিনীত ‘কাজলরেখা’র গল্প ছিল ৪০০ বছর আগের। সেই সময়ের সমাজ-সংস্কৃতি কেমন ছিল, সেটা রপ্ত করতেই বছর লেগেছিল মন্দিরার। ক্যামেরার সামনে রীতিমতো পরীক্ষা দিয়েছিলেন। তবে ‘নীলচক্র’ সেদিক দিয়ে খানিকটা সহজ তাঁর জন্য। গল্পটা এই সময়ের, চরিত্রটাও নিজের সঙ্গে মিলে যায়। মন্দিরা এমনিতে পেশাদার নৃত্যশিল্পী। আর এই ছবিতে যে চরিত্রটি করেছেন, সেটাও একজন নৃত্যশিল্পীর।
মন্দিরা বলেন, ‘প্রথম ছবির সঙ্গে দ্বিতীয় ছবির গল্প ও চরিত্রে আকাশ-পাতাল পার্থক্য। আমি ভাগ্যবতী, দুটি গল্পেই নির্মাতারা আমার চরিত্রকে গুরুত্ব দিয়েছেন। গতানুগতিক বাণিজ্যিক ঘরানার অন্য নায়িকাদের মতো দু-একটি সংলাপ, গান আর মারধরের জন্য পর্দায় হাজির হতে হয়নি। তা ছাড়া দুটি ছবিতে কাজ করার অভিজ্ঞতাও দুই রকমের।’
আপাতত ওটিটিতে কাজ করতে চান না মন্দিরা। তাঁর লক্ষ্য এখন শুধুই বড় পর্দা। এখানেই কাজ করতে সাবলীল অনুভব করেন।
মন্দিরা বলেন, ‘কয়েকটি ওটিটি কনটেন্টের প্রস্তাব পেয়েছি। তবে সবাইকে বিনয়ের সঙ্গে না করেছি। আসলে আমার কাছে সিনেমার প্রস্তাব আসে বেশি, সেগুলো নিয়েই ভাবতে চাই। আমার মনে হয়, একটা দিকে ফোকাসড থাকলে সেখানে সাফল্য ধরা দেয়। অযথা চারদিকে দৌড়ঝাঁপ দেওয়ার দরকার নেই।’