Thank you for trying Sticky AMP!!

এখানে চমক লাগানো চরিত্র আমার: চঞ্চল

চঞ্চল চৌধুরী

২০২০ সালে ১৮ ডিসেম্বর সৈয়দ আহমেদ শাওকির ‘তাকদির’ ওয়েব সিরিজটি মুক্তি পেয়েছিল। সেই সময় দুই বাংলায় বেশ আলোচিত হয় আট পর্বের এই সিরিজ। পাশাপাশি সিরিজটিতে অভিনয় করে প্রশংসা পান চঞ্চল চৌধুরী। এবার ‘কারাগার’ নামে একই পরিচালকের সাত পর্বের আরেকটি ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেতা। ঈদের পরপরই এর শুটিং শুরু হবে।
কাজের বিষয়টি নিশ্চিত করে চঞ্চল চৌধুরী বলেন, ‘কাজ করব। চলতি মাসের এক তারিখ থেকে শুটিং শুরুর কথা ছিল। কিন্তু কিছু টেকনিক্যাল কারণে শুরু করা যায়নি। আশা করছি, ঈদের পরপরই শুরু হবে। সেভাবে শিডিউল দেওয়া আছে।’

চঞ্চল চৌধুরী তাঁর চরিত্র সম্পর্কে এখনই কিছু পরিষ্কার করতে চাননি। তিনি বলেন, ‘এতটুকুই বলি, এখানে চমক লাগানো চরিত্র আমার। এই ধরনের গল্পের কাজ বাংলাদেশে আগে হয়েছে কি না, আমার জানা নেই।’

চঞ্চল চৌধুরী

গল্প সম্পর্কে পরিচালক জানালেন, একটি ফিকশনাল কারাগারে একটি সেল প্রায় ৫০ বছর ধরে বন্ধ। সেই বন্ধ সেলে একজন মানুষকে পাওয়া যায়। মানুষটি কোথা থেকে এসেছেন, কীভাবে এলেন—সেই আবিষ্কার করা নিয়ে গল্প শুরু হয়।

‘তাকদির’ আলোচিত হয়েছে, ‘কারাগার’ নিয়ে বাড়তি কোনো চাপ আছে কি, জানতে চাইলে শাওকি বলেন, ‘প্রায় ৯ মাস ধরে “কারাগার”–এর গল্প নিয়ে কাজ করছি। ভালো কিছু হবে, সেই প্রত্যাশা নিয়েই কাজে নামব। তবে নতুন কাজে চ্যালেঞ্জ তো থাকেই। ওটিটি মার্কেটটা নতুন। এটি এখনো স্থির নয়। এখানকার প্রতিটি কাজ দিয়েই এই মার্কেট বড় হবে। আমরা যারা কাজ করছি, তাদের ওপর একটা দায়িত্ব আছে, সেটাই করার চেষ্টা করছি আমরা।’

নাটকের শুটিং এ চঞ্চল চৌধুরী। ছবি: সংগৃহীত

জানা গেছে, এই সিরিজে শতাধিক শিল্পী কাজ করবেন। চঞ্চল ছাড়া বাকিদের নাম এখনই প্রকাশ করতে চাননি পরিচালক। ‘কারাগার’-এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন নিয়ামতুল্লাহ মাসুম।