
বাংলাদেশের ওটিটি ও ডিজিটাল প্ল্যাটফর্মের শিল্পী–কলাকুশলীদের স্বীকৃতি দিতে চতুর্থবারের মতো দেওয়া হচ্ছে ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২৪। আজ ডেইলি স্টার ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের আয়োজনে ২৯টি বিভাগে পুরস্কার দেওয়া হবে।
দ্য ডেইলি স্টার–এর হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস ইমরান কাদির, ইস্পাহানি টি লিমিটেডের জেনারেল ম্যানেজার ওমর হান্নান এবং মিডিয়াকম লিমিটেডের সিইও অজয় কুমার কুন্ডু আলাদা বক্তব্যে জানান, চলচ্চিত্র, নাটক ও সিরিজ ক্যাটাগরিতে ৯ শাখায় এবার পুরস্কার দেওয়া হবে। সমালোচক পুরস্কারে থাকবে ১২টি ক্যাটাগরি। সংগীতের থাকবে ৪টি পুরস্কার, কনটেন্ট নির্মাতাদের ৩টি পুরস্কার দেওয়া হবে। আর দর্শক ভোটে সিরিজ বা নাটক থেকে একটি পিপলস চয়েস অ্যাওয়ার্ড দেওয়া হবে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এ আয়োজনে বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করা অভিজ্ঞ ব্যক্তিদের যেমন স্বীকৃতি দেওয়া হবে, তেমনি নবাগতদের কাজকেও আলাদা করে মূল্যায়ন করা হবে।
দ্য ডেইলি স্টার-এর চিফ বিজনেস অফিসার তাজদীন হাসান মনে করেন, ওটিটি প্ল্যাটফর্মগুলো দেশের বিনোদনের ধরন পাল্টে দিচ্ছে। এ পরিবর্তনের পেছনে যাঁরা চালিকা শক্তি, যাঁদের সৃজনশীলতায় এই আমূল বদল, তাঁদের শ্রদ্ধা জানানো উচিত। ‘অভিজ্ঞ থেকে উদীয়মান সবাইকে সম্মান জানাতে এই আয়োজন’ উল্লেখ করে তিনি বলেন, ‘ওটিটি ও ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর কনটেন্টকে নতুন উচ্চতায় নেওয়ার আন্দোলনে যারা সাহসী, মেধাবী ও বাধার দেয়াল ভেঙে দিচ্ছে, তাদের সম্মান জানাতেই এই আয়োজন।’
সাংস্কৃতিক বিকাশে সব সময়ই কাজ করে যেতে চায় মিডিয়াকম লিমিটেড, বললেন প্রতিষ্ঠানটির সিইও অজয় কুমার কুন্ডু। তিনি বলেন, ‘দেশের বৃহৎ একটা শ্রেণি এখন ওটিটি ও ডিজিটাল প্ল্যাটফর্মের দর্শক। এখানে কাজের পরিধি এখন বাড়ছে। বৈচিত্র্যপূর্ণ এই কাজগুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিদের সেই অর্থে স্বীকৃতি ছিল না। সৃজনশীল চেতনার পাশে থাকতেই চতুর্থবারের মতো আমাদের পথচলা শুরু।’
ইস্পাহানি টি লিমিটেডের জেনারেল ম্যানেজার ওমর হান্নান বলেন, ‘সৃজনশীলতার উদ্যাপন ও বাংলাদেশের সাংস্কৃতিক ধারাকে এগিয়ে নেওয়ার এই কাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকার চেষ্টা থেকেই আয়োজনটির সঙ্গে আমাদের থাকা। দেশের ওটিটি ও ডিজিটাল কনটেন্টের ভবিষ্যৎ গড়ে তোলা প্রতিভাবানদের সম্মান জানাতে চাই আমরা।’
আয়োজনটির এন্টারটেইনমেন্ট পার্টনার টিকটক। আয়োজক সূত্রে জানা যায়, ওটিটি ও ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া গত বছরের কাজগুলোকে মূল্যায়ন করা হবে। আগামী ২০ জুলাই জুরিবোর্ডের কাছে মনোনয়ন জমা পড়বে। ২৫ জুলাই শুরু হবে ভোটিং ও চূড়ান্ত বাছাইপর্ব। আগামী সেপ্টেম্বরে বসবে ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডসের চতুর্থ আসর।
গতকালের সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।