‘কে-পপ ডেমন হান্টারস’-এর দৃশ্য। নেটফ্লিক্স
‘কে-পপ ডেমন হান্টারস’-এর দৃশ্য। নেটফ্লিক্স

কাল্পনিক দুই ব্যান্ড যেভাবে দুনিয়াজুড়ে ঝড় তুলল

একের পর এক আলোচিত ও চমকপ্রদ ঘটনার জন্ম দিচ্ছে নেটফ্লিক্সের অ্যানিমেটেড সিনেমা ‘কে-পপ ডেমন হান্টারস’। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এর গান ও সাউন্ডট্র্যাক, যা ইতিহাস সৃষ্টি করেছে। বিশেষ করে এ সিনেমার দুটি প্রধান গান ‘গোল্ডেন’ ও ‘ইয়োর আইডল’ এখন বিশ্বজুড়ে সংগীতপ্রেমীদের মুখে মুখে। আর গান দুটি একের পর এক রেকর্ড ভেঙে একাধিক আন্তর্জাতিক সংগীত চার্টে শীর্ষ স্থান দখল করেছে।

‘কে-পপ ডেমন হান্টারস’-এর দৃশ্য। নেটফ্লিক্স

কাল্পনিক ব্যান্ড, বাস্তব জয়যাত্রা
‘কে-পপ ডেমন হান্টারস’ সিনেমায় রয়েছে তিনজন গায়িকাকে নিয়ে গঠিত একটি গার্ল ব্যান্ড ‘হান্ট্রিক্স’, যার সদস্যরা হলেন রুমি, মিরা ও জোয়ি। দিনে তারা কে-পপ তারকা আর রাতে হয়ে ওঠে গোপন দানবশিকারি। তাদের বিপরীতে রয়েছে ‘সাযা বয়েজ’ নামে এক বয় ব্যান্ড, যারা আসলে দানব। এই দুই গ্রুপের গাওয়া গানগুলোই এখন বাস্তব জগতে সাড়া ফেলেছে। তারা দখল করে নিয়েছে স্পটিফাই, অ্যাপল মিউজিক, বিলবোর্ডসহ আন্তর্জাতিক মূলধারার সংগীত চার্ট।

বিশ্বব্যাপী সংগীতের চার্টে ইতিহাস রচনার গল্প
হান্ট্রিক্স ব্যান্ডের ‘গোল্ডেন’ গানটি ২০২৫ সালের জুলাই মাসে স্পটিফাইয়ের গ্লোবাল ডেইলি চার্টে ১ নম্বর অবস্থানে উঠে আসে। গানটি স্পটিফাইয়ের যুক্তরাষ্ট্র চার্টেও শীর্ষ স্থান দখল করে। এ ছাড়া এটি বিলবোর্ড হট ১০০-এ উঠে আসে ৬ নম্বরে, যা একটি অ্যানিমেটেড সিনেমার গান হিসেবে এক বিরল অর্জন।

‘কে-পপ ডেমন হান্টারস’-এর দৃশ্য। নেটফ্লিক্স

‘কে-পপ ডেমন হান্টারস’-এর দৃশ্য। নেটফ্লিক্সঅন্যদিকে ‘সাযা বয়েজ’ ব্যান্ডের গান ‘ইয়োর আইডল’ বিলবোর্ড হট ১০০-এ পৌঁছায় ৩১ নম্বরে এবং স্পটিফাই গ্লোবাল চার্টে ওঠে ৪ নম্বরে। দুটি গান ‘কে-পপ ডেমন হান্টারস’-কে শুধু একটি সিনেমা নয়; বরং একটি বৈশ্বিক সংগীত সেনসেশন হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

অ্যালবাম চার্টেও নজিরবিহীন উত্থান
বিলবোর্ড ২০০ অ্যালবাম চার্টেও এ সিনেমার গানগুলো বাজিমাত করেছে। প্রথম সপ্তাহে ৮ নম্বরে আত্মপ্রকাশের পর দ্বিতীয় সপ্তাহে অ্যালবামটি উঠে আসে ৩ নম্বরে। এটি ২০২৫ সালে কোনো সিনেমার সাউন্ডট্র্যাকের জন্য সর্বোচ্চ অর্জন। ডিজনির ‘এনকান্তো’ সিনেমার পর এটিই প্রথম অ্যানিমেটেড পূর্ণদৈর্ঘ্য সিনেমা, যার সাউন্ডট্র্যাক বিলবোর্ড র‍্যাঙ্কিংয়ের এত ওপরে জায়গা পেল।

‘কে-পপ ডেমন হান্টারস’-এর দৃশ্য। নেটফ্লিক্স

স্ট্রিমিংয়েও রেকর্ডভাঙা সাফল্য
এই সাউন্ডট্র্যাকটির স্ট্রিমিং পারফরম্যান্সও অভূতপূর্ব। ৩ জুলাই শেষ হওয়া সপ্তাহে গানগুলো পেয়েছে ৭৭ দশমিক ৪২ মিলিয়ন অন-ডিমান্ড স্ট্রিম, যা গত দুই বছরে কোনো সাউন্ডট্র্যাকের মধ্যে সর্বোচ্চ। এর আগে এমন দেখা গিয়েছিল ‘বার্বি’ সিনেমার সাউন্ডট্র্যাকের ক্ষেত্রে। তৃতীয় সপ্তাহে ৭৯ দশমিক ৩২ মিলিয়ন স্ট্রিম হয়েছিল ‘বার্বি’র গানগুলো।
ফলে ‘কে-পপ ডেমন হান্টারস’-এর সাউন্ডট্র্যাক হয়ে উঠেছে ২০২৫ সালের সর্বোচ্চ স্ট্রিম হওয়া অ্যানিমেটেড সাউন্ডট্র্যাক।

গানের পেছনের শিল্পীরা
‘হান্ট্রিক্স’ ব্যান্ডের গানগুলো গেয়েছেন ইজে, অড্রে নুনা ও রেই। আর ‘সাযা বয়েজ’-এর গান গেয়েছেন অ্যান্ড্রু চোই, কেভিন উ ও স্যামুয়েল লি। যদিও চরিত্রগুলো কাল্পনিক, তবে কে-পপের ভক্তদের একটি অংশ ইতিমধ্যেই ব্যান্ড দুটিকে বাস্তব ব্যান্ড হিসেবেই গ্রহণ করতে শুরু করেছে।

‘কে-পপ ডেমন হান্টারস’-এর দৃশ্য। নেটফ্লিক্স

টিকটক, ইনস্টাগ্রাম রিলস, ইউটিউব শর্টসে লাখো ভক্ত ‘গোল্ডেন’ ও ‘ইয়োর আইডল’ গানগুলোর ড্যান্স চ্যালেঞ্জে অংশ নিচ্ছেন।
এক্সে এক ভক্ত লিখেছেন, ‘এটা একটা কাল্পনিক ব্যান্ড হলেও গানগুলো বাস্তবের কে-পপ ব্যান্ড থেকেও ভালো লেগেছে!’

তাই ‘হান্ট্রিক্স’ ও ‘সাযা বয়েজ’ এখন আর শুধুই পর্দার চরিত্র নয়, তারা বিশ্বজুড়ে কে-পপ শ্রোতাদের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছে।

তথ্যসূত্র: বিবিসি, বিলবোর্ড