বছরের শেষ ভাগে পারিবারিকভাবে বিয়ে সারলেন তরুণ অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। পাত্র সালমান আহমেদ একটি সংবাদপত্রের বিপণন বিভাগের কর্মকর্তা।
বিনোদন ডেস্ক
বছরখানেকের পরিচয় থেকে বন্ধুত্ব। পরে বিয়ের প্রস্তাব, শেষ পর্যন্ত দুজনের চার হাত এক হলো। ২৭ ডিসেম্বর গুলশানের আজাদ মসজিদে সকাল সাড়ে ৯টায় বিয়ে করেছেন প্রিয়ন্তী উর্বী ও সালমান আহমেদ
বিজ্ঞাপন
বিয়ের পরপরই একটি পাঁচ তারকা হোটেলে বিয়ের ফটোশুটে অংশ নেন তাঁরা। নিজেদের নকশা করা শাড়ি ও শেরওয়ানিতে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন উর্বী ও সালমান
বিজ্ঞাপন
এর আগে গুলশানের একটি রেস্তোরাঁয় গায়েহলুদ হয়েছে। হলুদের ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে তুলেছেন তাঁরা। উর্বী ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন২৭ ডিসেম্বর সকালে আজাদ মসজিদে কাবিনামায় স্বাক্ষরের পর দুপুরে বাংলামোটরের একটি রেস্তোরাঁয় বিয়ের অনুষ্ঠান হয়েছে। এতে দুই পরিবারের সদস্য ও বন্ধুবান্ধব উপস্থিত ছিলেনকনের সাজে প্রিয়ন্তী উর্বীআগামী ৯ জানুয়ারি মালয়েশিয়ায় মধুচন্দ্রিমায় যাচ্ছেন নবদম্পতি প্রিয়ন্তী উর্বী ও সালমান আহমেদ