Thank you for trying Sticky AMP!!

কী আছে ‘পাতালঘর’–এ

বৃহস্পতিবার ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে ওয়েব ফিল্ম ‘পাতালঘর’। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক নূর ইমরান মিঠুর ছবিটি নিয়ে বিস্তারিত।
‘পিঁপড়াবিদ্যা’ অভিনেতা নূর ইমরান মিঠুর নির্মাতা হিসেবে অভিষেক হয় ‘কমলা রকেট’ দিয়ে। ‘পাতালঘর’ তাঁর দ্বিতীয় সিনেমা। বৃহস্পতিবার রাত আটটা থেকে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে সিনেমাটি দেখা যাবে
‘পাতালঘর’-এর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। ‘সুড়ঙ্গ’ সিনেমার আইটেম গান দিয়ে সম্প্রতি আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। এরই মধ্যে ওয়েব ফিল্মটির ট্রেলার প্রকাশিত হয়েছে। নুসরাত ফারিয়াকে সিনেমায় সাধারণত গ্ল্যামারাস চরিত্রে দেখেই অভ্যস্ত দর্শক। ‘পাতালঘর’-এ তাঁকে ভিন্নভাবে আবিষ্কার করবেন দর্শক
নুসরাত ফারিয়া বলেন, ‘এমন গল্পের সিনেমা আমি আগে কখনো করিনি। তাই কাজটার মুক্তির অপেক্ষায় ছিলাম। পরিচালকের কাছ থেকে চিত্রনাট্যটা পাওয়ার পর থেকেই বলতে পারেন, কাজটার প্রেমে পড়ে যাই’
করোনা-পরবর্তী নতুন স্বাভাবিকে পাতালঘর ছবির শুটিং হয়। নিজের এলাকা রাজবাড়ীর পাংশা আর পাবনায় ২০ দিন শুটিং করেন পরিচালক

Also Read: চরকিতে মুক্তি পাচ্ছে ‘পাতালঘর’

চরকিতে মুক্তির আগে বিশ্বের একাধিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘পাতালঘর’। পুরস্কারও জিতেছে। গত বছর ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। এ ছাড়া বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান প্রতিযোগিতা বিভাগে প্রতিযোগিতা করে। নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ফিচার সিনেমা হিসেবে ‘ডন কিহোতে’ পুরস্কার পেয়েছে
তারকাবহুল এ ছবিতে আছেন মামুনুর রশীদ, গিয়াসউদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, আফসানা মিমি, নুসরাত ফারিয়া, মামুনুল হক, নাসির উদ্দিন খান, রওনক হাসান, দীপান্বিতা মার্টিন, এরফান মৃধা শিবলুসহ প্রায় ৩০ জন অভিনয়শিল্পী।