Thank you for trying Sticky AMP!!

চাঁদরাতে আসছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন’

‘মাইসেলফ অ্যালেন স্বপন’ –এর একটি দৃশ্য

‘এই শোনো, লেবু নিয়ে আইসো। পানি খাবা না? কী খুঁজো? কী হয়েছে তোমার? কিসের প্যাকেট এটা? অফিস যাবা না?’—একটানা শায়লা এসব প্রশ্ন করতে থাকে অ্যালেন স্বপনকে। অস্থির অ্যালেন তখন চট্টগ্রামের ভাষায় বলে, ‘ও খোদা, কন্ডে আনে ফালাইলা?’ ট্রেলারে দেখা এমন অনেক প্রশ্নের উত্তর মিলবে ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ দেখার পর। আর দেখার জন্য খুব বেশি অপেক্ষা করতে হবে না দর্শকদের, ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির এক সাংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অ্যালেন স্বপনের পরিণতি জানা যাবে এই চাঁদরাতেই। ক্রাইম থ্রিলার জনরার সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ মুক্তি পাবে এই ঈদে।

আলোচিত চরকি অরিজিনাল সিরিজ ‘সিন্ডিকেট’ মুক্তি পেয়েছিল গত বছরের পবিত্র ঈদুল আজহায়। সেই সিরিজের জনপ্রিয় একটি চরিত্র অ্যালেন স্বপন। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় সংলাপ আর অভিনয়ের গুণে দর্শকপ্রিয় হয়ে উঠেছিল চরিত্রটি।
‘সিন্ডিকেট’-এর অ্যালেন স্বপনকে নিয়ে পরিচালক শিহাব শাহীন এবার নির্মাণ করেছেন বাংলাদেশের প্রথম স্পিন-অফ সিরিজ বিকাশ নিবেদিত চরকি অরিজিনাল সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। পাওয়ার্ড বাই গ্রামীণ ডিজিটাল হেলথ।

‘মাইশেলফ অ্যালেন স্বপন’–এ শায়লা চরিত্রে অভিনয় করেছেন মিথিলা

সিরিজের নামভূমিকায় অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। সেই সঙ্গে আছেন রাফিয়াথ রশিদ মিথিলা, সুমন আনোয়ার, ফরহাদ লিমন, আবদুল্লাহ আল সেন্টু, রফিউল কাদের, অর্ণব ত্রিপুরা, মিশকাত মাহমুদ, আইমন শিমলা, জাহিদ ইসলাম, সাজু মাহাদিসহ অনেকে।

চরিত্রটি নিয়ে নাসির উদ্দিন খান বলেন, ‘অ্যালেন স্বপন চরিত্রটির সঙ্গে নাসির উদ্দিন খানের তেমন কোনো মিল নেই। তবে চরিত্রটি আমার খুব পছন্দের। মূল কারণ হলো অ্যালেন স্বপন একজন খারাপ মানুষ হলেও দর্শক তাকে ভালোবেসেছেন। এবার এই স্বপনকে আরও বিস্তারিত জানা যাবে।’

‘মাইসেলফ অ্যালেন স্বপন’–এর একটি দৃশ্য

মিথিলার সঙ্গে অভিনয় প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘মিথিলা স্থির-ঠান্ডা মাথার অত্যন্ত ভালো একজন সহশিল্পী। আর সব মিলিয়ে পুরো টিম ছিল দুর্দান্ত। কাজটা ভালোভাবে শেষ করে দর্শকের কাছে গেলেই আমরা আনন্দ পাব।’

Also Read: মাইশেলফ অ্যালেন স্বপন: ট্রেলারে রহস্যের হাতছানি

রাফিয়াথ রশিদ মিথিলাকে শায়লা চরিত্রে দেখা যাবে এই সিরিজে। চরিত্রটি নিয়ে তিনি বলেন, ‘শায়লা খুবই ইন্টারেস্টিং চরিত্র। এই চরিত্রের অনেকগুলো স্তর আছে। যেগুলো প্রথমে দেখলে মনে হবে খুব সাধারণ গৃহবধূ কিন্তু তা নয়, তার ভেতর অনেক গল্প আছে।’

সিরিজটি নিয়ে পরিচালক শিহাব শাহীন বলেন, ‘“সিন্ডিকেট” করার সময় ভাবিনি অ্যালেন স্বপন এত জনপ্রিয় হবে। নাসিরের কৃতিত্ব, তিনি চরিত্রটিকে ভিন্ন মাত্রা দিয়েছেন। তিনি অনেক ভেবেচিন্তে কাজ করেন। আগে থেকেই মিথিলার সঙ্গে কাজের অভিজ্ঞতা আছে, অভিনয়ে মিথিলা নিজের অনেক উন্নতি করেছেন। তাঁর এমন চমৎকার পরিবর্তনে আমি চমকে গেছি। সেই সঙ্গে এই সিরিজের সঙ্গে যাঁরা যুক্ত আছেন, সবাই অনেক ভালো করেছেন।’

Also Read: আর লুকিয়ে থাকতে পারলেন না, ঈদেই আসছেন অ্যালেন স্বপন

‘মাইশেলফ অ্যালেন স্বপন’ নিয়ে চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘বিশেষ দিনে চরকির দর্শকদের জন্য চমক থাকে। আর ঈদ নিয়ে একটু বেশি আয়োজন থাকবে, এটাই স্বাভাবিক। বাংলাদেশের প্রথম স্পিন-অফ সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ আসছে এই ঈদে। পরিচালক বেশ নৈপুণ্যের সঙ্গে সিরিজটি তৈরি করেছেন। সেই সঙ্গে অভিনয়শিল্পীরাও দুর্দান্ত কাজ করেছেন। এবারের ঈদ দর্শকের আনন্দে ও ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ দেখে কাটুক, এই কামনা করি।’

শিহাব শাহীন ও রবিউল আলম রবির গল্পে ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। চিত্রগ্রাহক হিসেবে ছিলেন কামরুল ইসলাম শুভ, এডিট ও কালার করেছেন রাশেদুজ্জামান সোহাগ। সংগীত খৈয়াম সানু সন্ধির।

‘সিন্ডিকেট’-এর স্পিন-অফ সিরিজ ‘মাইসেলফ অ্যালেন স্বপন’

চট্টগ্রামের ইয়াবা সম্রাট থেকে সিন্ডিকেটের মানি লন্ডারিংয়ের মূল হোতা হয়ে ওঠার জার্নি উঠে আসবে ৭ পর্বের সিরিজটিতে। ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে হয়েছে এ সিরিজের দৃশ্যধারণ।