মা-বাবাকে খুনের অভিযোগে গ্রেপ্তার, আইএমডিবির আলোচনায় শীর্ষে তিনি

যেসব তারকার নতুন সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ বেশি থাকে, নেট-দুনিয়ায় যাঁদের নিয়ে বেশি আলোচনা হয়, তাঁরাই মূলত ইন্টারনেট মুভি ডেটাবেজ বা আইএমডিবির জনপ্রিয় তারকার তালিকায় শীর্ষ থাকেন। বছরের প্রায় সময়ই এই জনপ্রিয়তার তালিকা তৈরি করে আইএমডিবি। এ তালিকায় এবার কোনো অভিনয়শিল্পী বা তারকা নন, জায়গা পেয়েছেন একজন চিত্রনাট্যকার।
গত ১৪ ডিসেম্বর নিজ বাড়িতে খুন হন পরিচালক রব রেইনার ও তাঁর স্ত্রী মিশেল রেইনার। এ ঘটনা হলিউডের আলোচিত ঘটনার একটি। এই পরিচালক ও তাঁর স্ত্রী মারা যাওয়ার পরে এই হত্যাকাণ্ডের জন্য অভিযুক্ত হন এই তারকা দম্পতির সন্তান নিক রেইনার, তিনিও চিত্রনাট্যকর। আলোচিত কোনো কাজ না থাকলেও তাঁকে খুঁজতেই আইএমডিবিতে ঢুঁ মারছেন দর্শকেরা। তিনিই শীর্ষে রয়েছেন
ছবি: আইএমডিবি
আইএমডিবির এ তালিকায় ২ নম্বরে আছেন খুন হওয়া তারকা দম্পতির সন্তান জ্যাক রেইনার, তিনি অভিনয় করেন। তাঁকে খুঁজতেও দর্শকেরা আইএমডিতে ঢুঁ দিচ্ছেন। তাঁর সর্বশেষ অভিনীত ‘ওয়ার অব দ্য ওয়ার্ল্ডস’ ও ‘থিংস লাইক দিস’ সিনেমা মুক্তি পায়। সিনেমাটি সাড়া জাগাতে ব্যর্থ হয়েছে। মা ও বাবার কারণেই দর্শকেরা তাঁকে খুঁজছেন
খুন হওয়া নির্মাতা রব রেইনার ‘অ্যা ফিউ গুড মেন’ সিনেমা দিয়ে অস্কারে মনোনয়ন পান। তিনি খুন হওয়ার পরে হলিউডে শোকের ছায়া নেমে আসে। তাঁকেও ভক্তরা আইএমডিতে খুঁজছেন। তিনি আলোচনার শীর্ষ তালিকার ৩ নম্বরে রয়েছেন।
এদিকে ডিসেম্বরের ১২ তারিখে মুক্তি পেয়েছে ‘ওয়েক আপ ডেড ম্যান’ সিনেমাটি। এটি দিয়ে আলোচনায় রয়েছেন অভিনেতা জশ ও’কনার। দুর্দান্ত অভিনয়ের কারণেই তাঁকেও আইএমডিবিতে খুঁজছেন ভক্তরা। তিনি আইএমডিবি জনপ্রিয় তারকার তালিকায় শীর্ষ ৪ নম্বরে রয়েছেন।
রেইনার পরিবারের আরেক সদস্য রব রেইনারের স্ত্রী মিশেল রেইনার এ আলোচনার তালিকায় শীর্ষ ৫ নম্বরে রয়েছেন। তিনিও স্বামীর সঙ্গে খুন হন। তিনি প্রযোজক ও অভিনেত্রী। গত বছর প্রাইমটাইম এমিতে মনোনয়ন পেয়েছিলেন।