কারিনা কাপুর, হানিয়া আমির ও অপু বিশ্বাস
কারিনা কাপুর, হানিয়া আমির ও অপু বিশ্বাস

হানিয়া আমির ও কারিনার অনুকরণে অপু বিশ্বাস...

আপাতত নতুন সিনেমার অভিনয়ে দেখা না গেলেও অপু বিশ্বাস ব্যস্ত ফটোশুট ও বিভিন্ন পণ্যের প্রচারণায়। সম্প্রতি নতুন আরেকটি ফটোশুটে অংশ নিলেন এই ঢালিউড তারকা। জানা গেল, এই ফটোশুটে পাকিস্তানি নায়িকা হানিয়া আমির ও ভারতীয় নায়িকা কারিনা কাপুরকে অনুসরণ করেছেন তিনি। দেখে নেওয়া যাক অপুর নতুন ফটোশুটের ৮টি স্থিরচিত্র:
চিত্রনায়িকা অপু বিশ্বাসকে ইদানীং নতুন নতুন ফটোশুটে দেখা যায়। সেই ধারাবাহিকতায় এবার তিনি নতুন আরেকটি ফটোশুটে অংশ নিলেন। নতুন এই ফটোশুট অনেকটা পাকিস্তানের হানিয়া আমির ও ভারতের কারিনা কাপুরের স্টাইলের অনুকরণে করা হয়েছে বলে জানা গেছে। অপু বিশ্বাসের সঙ্গে কথা হলে তিনিও এটি নিশ্চিত করেছেন।
জানা গেছে, কারিনা কাপুর ও হানিয়া আমিরের একটি ফটোশুট চোখে পড়েছিল অপু বিশ্বাসের। এ রকম স্টাইলে একটি ফটোশুট করতে চান অপুও। এরপর কথা বলেন রূপসজ্জাশিল্পীর সঙ্গে। তারপর দিনক্ষণ ঠিক করে ফটোশুটের আয়োজন করেন জাহিদ খান।
জানা গেছে, বিশেষ পদ্ধতিতে তৈরি এই ওড়নায় চার হাজার ছোট কাচ কারুকাজ করে বসানো হয়েছে। চারজন শ্রমিক ছয় দিনে এ ওড়না তৈরি করেছেন।
অপু বিশ্বাসের পোস্ট করা এসব স্থিরচিত্র তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করার পর সবাই পছন্দ করেছেন। ১৮ হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে এবং মন্তব্য এসেছে প্রায় আড়াই হাজার, অনেকে শেয়ারও করেছেন অপুর এই পোস্ট।
ছোটবেলা থেকে নাচতেন অপু বিশ্বাস। একসময় নাটকে ছোট ছোট চরিত্রে কাজ করেন। আমজাদ হোসেনের ‘কাল সকালে’ দিয়ে বড় পর্দায় তাঁর যাত্রা শুরু। শাকিব খানের সঙ্গে ‘কোটি টাকার কাবিন’ দিয়ে প্রথম হিট। ছবিটি মুক্তির পর অপুকে আর পেছন ফিরে তাকাতে হয়নি।
১৯ বছরের অভিনয়জীবনে শ খানেক চলচ্চিত্রে কাজ করেছেন। এর মধ্যে ৮০টির মতো ছবিতে তিনি শাকিব খানের নায়িকা। ঢালিউডে শাবনূর, মৌসুমী, পপি, পূর্ণিমা-পরবর্তী সময়ে সবচেয়ে জনপ্রিয় নায়িকাদের একজন অপু বিশ্বাস। জনপ্রিয়তার কারণে অপু বিশ্বাস একটা সময় ১৫-২০ লাখ টাকা পারিশ্রমিক হাঁকিয়েছেন। এখন তাঁর হাতে নতুন কোনো ছবি নেই।
তবে তিনি বেশ কিছুদিন ধরে বলে আসছেন, নতুন ছবিতে অভিনয়ের ব্যাপারে তাঁর সঙ্গে পরিচালক ও প্রযোজকের কথাবার্তা চলছে। চূড়ান্ত কিছু হয়নি, তাই বলতে চাইছেন না। সিনেমায় অভিনয়ের খবরে না এলেও অপু বিভিন্ন পণ্যপ্রতিষ্ঠানের প্রচারণায় তুমুল ব্যস্ত। এই অঙ্গনে তাঁর চাহিদাও অনেক। এই নায়িকার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবির নাম ‘ছায়াবৃক্ষ’, যাতে অপুর পারিশ্রমিক ছিল চার-ছয় লাখ টাকা।
ঢালিউড তারকা অপু বিশ্বাস ফেসবুকে বেশ সরব। ব্যক্তিজীবনের পাশাপাশি পেশাগত জীবনের নানান তথ্য তিনি ফেসবুকের মাধ্যমে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের জানান। চিত্রনায়িকা অপু বিশ্বাসের ফেসবুক অনুসারী ৯২ লাখ ছাড়িয়েছে।