Thank you for trying Sticky AMP!!

অনেকদিন পর হৃদয় খান

হৃদয় খান

‘যদি একদিন’ ছবির ‘লক্ষ্মীসোনা’ গানটি বেশ পছন্দ করেছিলেন দর্শকেরা। বাবা-মেয়ের আবেগ-অনুভূতি কথামালার গানটি দর্শকহৃদয়ে দারুণভাবে দোলা দিয়ে গেছে। ছবিটি মুক্তির আগেই অনলাইনে আলোচনায় চলে এসেছিল গানটি। এরপর আর চলচ্চিত্রের গানে হৃদয় খানকে দেখা যায়নি। মাঝখানে প্রায় দুই বছর পেরিয়ে গেছে। সম্প্রতি মীর সাব্বির পরিচালিত ‘রাত জাগা ফুল’ ছবির একটি গানে কণ্ঠ দিয়েছেন এই সংগীতশিল্পী। ‘মনে থাকে মনের মানুষ’ শিরোনামে গানটি লিখেছেন মীর সাব্বির। গানের সুর ও সংগীত করেছেন হৃদয় খান নিজেই।


দীর্ঘদিন পর চলচ্চিত্রে গান গাওয়া প্রসঙ্গে হৃদয় খান বলেন, ‘আমি চলচ্চিত্রে গান করতে চাই না, তা না। আমি যে ধরনের গান করি ও গাই, চলচ্চিত্রে সে ধরনের গান কম থাকে। তা ছাড়া কয়েক বছর ধরে চলচ্চিত্র নির্মাণও কম হচ্ছে। ফলে গানের সংখ্যাও কমেছে।’

এদিকে প্রথমবার গান লিখলেন হৃদয় খান। ‘ভাবনা’ শিরোনামে গানটিতে তাঁর সঙ্গে গেয়েছেন ক্লোজআপ তারকা লিজা। সম্প্রতি হৃদয় খানের নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি। হৃদয় খান বলেন, ‘এর আগে দুয়েক লাইন লিখেছি, কিন্তু পুরো গান এবারই প্রথম। আমার লেখা আরেকটি গানও সামনে তৈরি করব। ধীরে ধীরে গান লেখার প্রতি আগ্রহ বাড়ছে।’

হৃদয় খান

প্রসঙ্গত, ফিউশন ধারার গান গেয়ে জনপ্রিয়তা পেয়েছেন গায়ক ও সংগীত পরিচালক হৃদয় খান। পপ ফিউশনের সঙ্গে বাংলার মিশেলে সুর করে তিনি জয় করেছেন শ্রোতাদের মন। তবে পরিবারে সংগীতের আবহ থাকলেও গোড়া থেকে গান করার পরিকল্পনা ছিল না তাঁর। অনেকটা খেলাচ্ছলেই মিউজিক করতেন তিনি। হৃদয় খান প্রথম গান কম্পোজ করেন মাত্র ১০ বছর বয়সে। ২০০৮ সালে তাঁর প্রথম অ্যালবাম প্রকাশ হয়, যখন তিনি ও–লেভেলের ছাত্র ছিলেন।