
আর কদিন বাদেই দুর্গাপূজা। পূজার অন্যতম আকর্ষণ গানের অ্যালবাম। এখন কলকাতা থেকে বেরোচ্ছে বিভিন্ন শিল্পীর গানের অ্যালবাম। আর সেগুলো আসছে ঢাকার বাজারেও। তেমনি কিছু অ্যালবামের খবর দেওয়া হলো এখানে।
অনেক দিনের গান (রবীন্দ্রসংগীত)
শ্রীকান্ত আচার্য
পিকাসো এন্টারটেইনমেন্ট
সুদূরে দিগন্তরে... (রবীন্দ্রসংগীত)
রূপঙ্কর
ভাবনা
তোমায় ভালোবেসে (আধুনিক গান)
শুভমিতা
আশা অডিও
আধুনিক বাংলা গান
শ্রেয়া ঘোষাল ও শুভমিতা
সাগরিকা
দৃষ্টিকোণ (রবীন্দ্রসংগীত)
নচিকেতা
ধুম অডিও
জয় জয় হে মহিষাসুরমর্দিনী (দেবী স্তোত্রম)
স্বাগতালক্ষ্মী
জিরোনা এন্টারটেইনমেন্ট
সূত্র: ইউনিভার্সেল মিউজিক, গ্র্যান্ড প্লাজা শপিং মল, বড় মগবাজার।