Thank you for trying Sticky AMP!!

১৪ বছর পর শিরোনামহীনের 'ক্যাফেটেরিয়া'র সিক্যুয়েল

শিরোনামহীন ব্যান্ডের সদস্যরা। ছবি-সংগৃহীত।

১৪ বছর আগে ক্যাফেটেরিয়া গানটি প্রকাশ করে ব্যান্ড শিরোনামহীন। গানটি অনেক বেশি শ্রোতাপ্রিয়তা পায়। শ্রোতাপ্রিয়তার বিষয়টিকে মাথায় রেখে দলটি এত বছর পর সেই গানের সিক্যুয়েল প্রকাশ করলেন, ক্যাফেটেরিয়া পেরিয়ে শিরোনামে। বাংলা নববর্ষের প্রথম দিনে গতকাল মঙ্গলবার শিরোনামহীন তাদের ইউটিউবে গানটি প্রকাশ করেছে। প্রথম আলোকে বিষয়টি জানিয়েছেন দলটির প্রতিষ্ঠাতা সদস্য জিয়াউর রহমান।

বন্ধুদের সঙ্গে আড্ডা, মানুষের পাশে দাঁড়ানো, ক্লাস, অ্যাসাইনমেন্ট, পরীক্ষা আবার প্রিয় মানুষকে প্রেম নিবেদনের বিষয় ওঠে এসেছে ক্যাফেটেরিয়া পেরিয়ে গানে। ক্যাফেটেরিয়া গানের সিক্যুয়েল প্রসঙ্গে জিয়াউর রহমান বলেন, 'আমাদের কিছু গান শ্রোতাদের মনে বেশ ভালোভাবে জায়গা করে নিয়েছে। তারা এসব গানে অনেক বেশি একাত্ম হতে পারে। এসব গানের ধারাবাহিক আরও কিছু গল্প বলতে চেয়েছি। কিছুটা নস্টালজিক করতেও চেয়েছি বলতে পারেন। তাই ক্যাফেটেরিয়া গানটির সিক্যুয়েল তৈরি করা। এর আগে কিন্তু আমরা হাসিমুখ গানটি আবার হাসিমুখ শিরোনামে করেছি। আমরা আমাদের বেশ কিছু গানের এমন উপস্থাপন আরও করতে চাই।'

ক্যাফেটেরিয়া পেরিয়ে গানে অতিথি হিসেবে গিটার বাজিয়েছেন অর্থহীন ব্যান্ডের গিটারিস্ট শিশির আহমেদ। এটা ক্যাফেটেরিয়া গানটির সিক্যুয়েল হলেও সম্পূর্ণ নতুন সুরে নির্মিত। জিয়াউর রহমান জানান, নতুন গানে কথায় ও সুরে কোনো মিল রাখেননি। বললেন, 'আমি যেহেতু, বুয়েটের স্থাপত্য অনুষদের ছাত্র ছিলাম, ক্যাফেটেরিয়া এবং ক্যাম্পাস আমার ভাবনার জগতে একটা বড় অংশ দখল করে রেখেছে। আমার এই অনুভূতি সকল ক্যাম্পাসের প্রাক্তন ছাত্র বহন করে। বর্তমান ছাত্ররাও আমাদের সেই দিনগুলোর মতোই ক্যাম্পাসকে আপন করে নেয়। ক্যাফেটেরিয়ার আড্ডা আর র‍্যাগ ডে কনসার্টকে কখনো ভুলতে পারে না। মানুষের এ রকম মূল্যবান অনুভূতি নিয়ে গান তৈরি শিরোনামহীনের বৈশিষ্ট্য। ক্যাফেটেরিয়া পেরিয়ে তার ব্যতিক্রম নয়।'

ক্যাফেটেরিয়া পেরিয়ে গানের কথা ও সুর করেছেন জিয়াউর রহমান। এ ছাড়াও এই গানে চেলো বাজিয়েছেন জিয়াউর রহমান এবং সারোদ বাজিয়েছেন কাজি শাফিন আহমেদ। গানের সাউন্ড মিক্সড করেছেন নয়েজমাইনে শফিক এবং মাস্টার করেছেন রোমানো ইরাফিচ্চি (পোল্যান্ড)। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন আশরাফ শিশির।