ইমরানের সুর-সংগীতে কোনাল ও মিলনের গান

ধানমন্ডিতে ইমরানের স্টুডিওতে (বাঁ থেকে) সংগীতশিল্পী কোনাল, মিলন ও ইমরান
ছবি: সংগৃহীত

‘সখী ভালোবাসা কারে কয়’ গান দিয়ে পরিচিতি পেয়েছিলেন তরুণ গায়ক মিলন। তারপর ‘ডানাকাটা পরী’ গানটি তাঁর পরিচিতি বাড়িয়ে দেয়। সেই মিলন গতকাল নতুন দ্বৈত গান গেয়েছেন। গানটি তিনি গেয়েছেন সংগীতশিল্পী সোমনূর মনির কোনালের সঙ্গে। প্রথমবার এই সংগীতশিল্পীর সঙ্গে গাইতে পেরে দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হলো বলে জানালেন মিলন।

ইমরানের ধানমন্ডির স্টুডিওতে সংগীত শিল্পী কোনাল ও মিলন

রোমান্টিক এই গানের প্রথম লাইন ‘ভালোবাসার অপার সুখে’, এখনো শিরোনাম ঠিক হয়নি। ইমরানের সুর ও সংগীতে মিলনের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়ে কোনাল জানালেন, সহকর্মীদের অনেকের সঙ্গে ডুয়েট গান করার সময় গানের কথা প্রাধান্য দেন। ব্যাটে–বলে না মিললে গান করা হয় না। তবে এবার গাইলেন কোনাল। তিনি বলেন, ‘মিলনেরই অনেক দিনের ইচ্ছা ছিল আমার সঙ্গে গান করার। কিছুদিন আগে যখন একসঙ্গে গান করার প্রস্তাব দিল, তখন আর না করতে পারিনি। কারণ, গানটির সবকিছুই আমার কাছে ভালো লেগেছে, তাই কণ্ঠ দিয়েছি। বিভিন্ন সময় দেখা যায়, গানের সুর ভালো হলেও কথাগুলো মনমতো হয় না। আবার সংগীতায়োজন হয়তো যেমন চেয়েছি, তেমনটা হয়নি। সার্বিক দিক বিবেচনায় এবার সবকিছুই মিলে গেছে। আশা করছি দর্শক–শ্রোতাদেরও ভালো লাগবে।’

‘ভালোবাসার অপার সুখে’ গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান

ইমরান মাহমুদুল, কোনাল ও মিলনের পরিচয় অনেক দিনের। এবারই তাঁরা প্রথম একসঙ্গে গান করলেন। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান নিজেই। গানটি গাইতে পেরে উচ্ছ্বসিত মিলন। একসঙ্গে গান গাওয়া প্রসঙ্গে মিলন বললেন, ‘পছন্দের শিল্পী ছাড়া একসঙ্গে খুব একটা ডুয়েট গান করা হয় না। বরাবরই আমি বিষয়টা গুরুত্ব দিই। দীর্ঘদিন ধরে কোনাল আপুর সঙ্গে গান করার ইচ্ছা ছিল। কিন্তু ভালো গান তেমন একটা পাচ্ছিলাম না। অপেক্ষায় ছিলাম এমন একটা গানের, যে গানের কথা, সংগীত, সুর শুনে কোনাল আপুকে অনুরোধ করব। অবশেষে ইমরান ভাইয়ের সুর–সংগীতে গানটি করলাম। আমি খুবই খুশি ডুয়েটে কোনাল আপুর সঙ্গে গাইতে পেরে। আমার দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হলো।’

মিলন আরও বলেন, ‘গানটি গাওয়ার অনুভূতিই আলাদা। কয়েক বছর আগে প্রথম যখন ন্যান্‌সি আপুর সঙ্গে “ডানাকাটা পরী” গানটা গেয়েছিলাম, তখন যে অনুভূতি হয়েছিল, এবার কোনাল আপুর সঙ্গে গান গাওয়ার সময়ও একই রকম অনুভূতি হচ্ছিল।’

সোমনূর মনির কোনাল

কোনাল ও মিলনের গাওয়া গানটির কথা লিখেছেন জামাল হোসেন। আগামীকাল গানটির মিউজিক ভিডিওর শুটিং শুরু হবে। এই মাসের শেষের দিকে গানটি মুক্তি পাবে। জানা গেছে, শিগগিরই কোনাল-মিলনের নতুন এ গান মিউজিক ভিডিও আকারে প্রকাশ করা হবে রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে।