নগরবাউল জেমস ও পেনোয়া ব্যান্ডের সদস্যরা
নগরবাউল জেমস ও পেনোয়া ব্যান্ডের সদস্যরা

নগরবাউলের সঙ্গে প্রথমবার এক মঞ্চে উপকূলের ‘বাউল’রা

কক্সবাজারের তরুণদের গানের দল পেনোয়া। গত বছর প্রথম অ্যালবাম ‘এ রুহের তলে’ প্রকাশের পর আলোচনায় আসে ব্যান্ডটি। এর পর থেকে দেশের বিভিন্ন প্রান্তে কনসার্টের ডাক পেতে থাকে তাঁরা। এবার নিজ শহরে হচ্ছে স্বপ্নপূরণ। প্রথমবারের মতো নগরবাউলের সঙ্গে একই মঞ্চে গান করার সুযোগ পাচ্ছেন তাঁরা। ২৬ এপ্রিল কক্সবাজারের একটি তারকা হোটেলে নগরবাউলের সঙ্গে প্রথমবার এক মঞ্চে উপকূলের ‘বাউল’রা।

বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত ব্যান্ডের সদস্যরা। ব্যান্ডটির গীতিকার ও ভোকাল ইয়াসির আরাফাত প্রথম আলোকে বলেন, ‘কনসার্টটি নিয়ে ভীষণ রোমাঞ্চিত। নতুন একটা ব্যান্ড হিসেবে এটা আমাদের জন্য অনেক বড় সুযোগ। নিজের শহরে নগরবাউলের সঙ্গে এক মঞ্চ শেয়ার করার সুযোগ আমাদের সদস্যদের অনেক অনুপ্রাণিত করেছে। আমরা প্রস্তুতি নিচ্ছি। আশা করি, ভালো কিছু হবে।’

পেনোয়া ব্যান্ডের সদস্যরা। ছবি: ব্যান্ডের সৌজন্যে

গত বছরের ফাল্গুনে ‘এ রুহের তলে’ অ্যালবাম দিয়ে যাত্রা শুরু করে পেনোয়া। অ্যালবামের ১৩টি গানই ইতিমধ্যে স্পটিফাইসহ সব অডিও প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। ‘এ রুহের তলে’, ‘রাতের সাঁতার’, ‘রিক্ত গোলাপ’, ‘কুহু ডাকের হন্’, ‘শুনতে যা চাও’ ও ‘ধ্যানী নদী’ গানগুলো মুক্তির পর আলোচিত হয়েছে। এই ঈদে পূর্ণ অ্যালবাম প্রকাশের পর টিভি ও লাইভ বিভিন্ন প্রোগ্রামে গানগুলো তারা গাইছে। এ ছাড়া ১৩টি গানের আরও একটি অ্যালবাম তৈরি আছে। চলতি বছরে সেটাও মুক্তির কথা রয়েছে।

পেনোয়ার প্রথম গান ‘এ রুহের তলে’ নিয়ে চলচ্চিত্র বানাচ্ছেন ব্রিটিশ-বাংলাদেশি নির্মাতা আকতানিন খাইর। এটি এখন আছে সম্পাদনার টেবিলে। বিশ্বব্যাপী বিষণ্নতার শিকার মানুষদের জন্য এই সিনেমা। নির্মাতা মনে করেন, ‘এ রুহের তলে’ গানটি বিষণ্নতায় ভোগা মানুষদের জন্য একটা ‘মিউজিক থেরাপি’ হতে পারে।