এনজেল নূর
এনজেল নূর

পাকিস্তানি ব্যান্ডের সঙ্গে এনজেল নূর

পাকিস্তানি ব্যান্ড বায়ানের সঙ্গে কনসার্টে গাইবেন তরুণ সংগীতশিল্পী এনজেল নূর। গত বছর ‘যদি আবার’ গেয়ে দেশ ছাড়িয়ে উপমহাদেশজুড়ে পরিচিতি পেয়েছেন এনজেল।

এই মাসের শেষ সপ্তাহে ‘সফর ট্যুর’-এ ঢাকায় আসছে লাহোরের রক ব্যান্ড বায়ান। ব্যান্ডটি গানের হৃদয়গ্রাহী কথা ও সুরের জন্য পরিচিত।

দিন দুয়েকের মধ্যে কনসার্টের ভেন্যু ও দিনক্ষণ ঘোষণা দেবে আয়োজক প্রতিষ্ঠান জির্কোনিয়াম। আয়োজক সূত্রে জানা গেছে, সংগীতের মেলবন্ধন ঘটাতে কনসার্টে এনজেলের ‘যদি আবার’ গানটি গাইবে বায়ান। বায়ানের একটি গান গাইবেন এনজেল।

এনজেল নূর

এর মধ্যে ৯ মে ঢাকার যাত্রাবিরতিতে ‘গপ্প শপ্প আর গান’শীর্ষক শোতে গাইবেন এনজেল নূর। এতে আরও গাইবেন শুভ্র ও লিমন। এই সপ্তাহের মধ্যে ‘তিল’ শিরোনামে একটি একক গান প্রকাশ করবেন এনজেল। গানটির বিষয়বস্তু নিয়ে এনজেল বলেন, ‘বন্ধুদের সঙ্গে গল্প বলার ঢঙে গানটি করেছি।’

প্রথম একক গান ‘যদি আবার’ গেয়েই রাতারাতি পরিচিতি পেয়েছেন এনজেল নূর। গানটি ভারতীয় সংগীত তারকা অরিজিৎ সিং এক্স হ্যান্ডলে শেয়ার করেছিলেন। ঢাকার গণ্ডি পেরিয়ে ভারত ও পাকিস্তানেও গানটি পরিচিতি পেয়েছে।

গানের পাশাপাশি অভিনয়ও করেন এনজেল নূর। ইকবাল হোসাইন চৌধুরীর ‘বলী’ সিনেমায় অভিনয় করেছেন। আরও চারটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এর মধ্যে একটি তামিল, একটি কলকাতার এবং দুটি ঢাকার সিনেমা।

তাঁর পুরো নাম জুলফিকার নূরী এনজেল। জন্ম ও বেড়ে ওঠা চট্টগ্রামে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে তড়িৎ ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়েছেন। বছর দুয়েক আগে স্নাতক শেষ করেছেন।