বিয়ের খবর লুকিয়ে রেখেছিলেন তিন বছর

বাঙালি কন্যা মোনালি ঠাকুর এখন আর শুধু বাংলার নয়—ভারতজুড়ে তাঁর চর্চা। বলিউডের মঞ্চে তিনি এখন এক পরিচিত নাম। গানের জগতে যেমন সফল, অভিনয়েও সমান সাবলীল এই শিল্পীর আজ জন্মদিন। ১৯৮৫ সালের ৩ নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন এ শিল্পী। জন্মদিন উপলক্ষে রইল মোনালি সম্পর্কে কিছু তথ্য ও ছবি।
ছোটবেলা থেকেই সুর আর তাল ছিল মোনালির নিত্যসঙ্গী। পণ্ডিত জগদীশ প্রসাদ ও পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছে ভারতীয় শাস্ত্রীয় সংগীতে নিয়মিত তালিম নেন তিনি
বাবা শক্তি ঠাকুর ও বোন মেহুলী ঠাকুর দুজনেই সংগীতশিল্পী
অভিনয় দিয়ে ক্যারিয়ার শুরু করলেও ভাগ্য তাঁকে নিয়ে যায় গানের মঞ্চে
মাত্র ১৪ বছর বয়সেই বিভিন্ন প্রাদেশিক পুরস্কার জিতে নিয়েছিলেন। মঞ্চে গাওয়া, নাচা—সবকিছুতেই পারদর্শী হয়ে ওঠেন এই কলকাতার মেয়ে
‘ইন্ডিয়ান আইডল’-এর দ্বিতীয় আসরে অংশ নিয়ে সেরা ১০–এ উঠে আসেন মোনালি
২০০৮ সালে ‘রেস’ ছবির জন্য প্রীতমের সুরে গাওয়া ‘জারা জারা টাচ মি’ তাঁকে রাতারাতি তারকা করে তোলে। সেই গানের পর আইটেম সংয়ের প্রস্তাব পেলেও মোনালি থেমে থাকেননি কেবল ঝলমলে গানে
২০১৩ সালের লুটেরা ছবির ‘সাওয়ার লু’ গান তাঁকে এনে দেয় শিল্পী হিসেবে আলাদা মর্যাদা
২০১৫ সালের ‘দম লাগা কে হাইসা’ ছবির ‘মোহ মোহ কে ধাগে’ গানের জন্য পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এই গান তাঁকে পৌঁছে দেয় বলিউডের সেরা নারী শিল্পীদের সারিতে
শুধু গানে নয়, অভিনয়েও সমান দক্ষ মোনালি। ছোটবেলায় অভিনয় করেছিলেন জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘আলোকিত এক ইন্দু’তে
বড় পর্দায় প্রথম কাজ রাজা সেনের ‘কৃষ্ণকান্তের উইল’ ছবিতে। এরপর বলিউডে নাগেশ কুকনুরের ‘লক্ষ্মী’ ছবিতে অভিনয় করেন নাম ভূমিকায়—যা মানব পাচার ও শিশু যৌন শোষণ নিয়ে নির্মিত। ছবিটিতে ১৫ বছর বয়সী এক মেয়ের চরিত্রে তাঁর অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়ায়
গানের সাফল্যের আড়ালে মোনালির জীবনে আছে এক সুন্দর প্রেমকাহিনি। জানা গেছে, ২০১৭ সালেই বিয়ে করেছেন তিনি সুইজারল্যান্ডের হোটেলমালিক মাইক রিজকে। বিয়ের খবর ৩ বছর লুকিয়ে রাখেন। কোনো সংবাদমাধ্যমে আসেনি তাঁর বিয়ের খবর