বাঙালি কন্যা মোনালি ঠাকুর এখন আর শুধু বাংলার নয়—ভারতজুড়ে তাঁর চর্চা। বলিউডের মঞ্চে তিনি এখন এক পরিচিত নাম। গানের জগতে যেমন সফল, অভিনয়েও সমান সাবলীল এই শিল্পীর আজ জন্মদিন। ১৯৮৫ সালের ৩ নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন এ শিল্পী। জন্মদিন উপলক্ষে রইল মোনালি সম্পর্কে কিছু তথ্য ও ছবি।